বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ অনলাইন মাধ্যমে ছাড়া হয়েছিল ভারত-কুয়েত ম্যাচের (India-Kuwait Match) টিকিট। সুনীল ছেত্রীর অবসরের দিনক্ষণ প্রকাশ হতেই এই ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছিল আরো প্রবলভাবে। তাই গত কয়েকদিন ধরেই এই ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয়ে দিকে নজর ছিল সকলের।
CFL: দুয়ারে খাবার ডেলিভারি করে মাঠ কাঁপাতে প্রস্তুত সুজয়
শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় ছাড়া হয় এই আন্তর্জাতিক ম্যাচের টিকিট। মুহুর্তের মধ্যে সোলড আউট হয়ে যায় সমস্ত টিকিট। তবুও মেটেনি টিকিটের চাহিদা। আসলে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে দেখতে মরিয়া সকলে।
তাছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টিকে থাকতে হলে আগামী দুই ম্যাচে কুয়েত ও কাতারের বিপক্ষে জয় পেতে হবে ব্লু-টাইগার্সদের। তাই এই ম্যাচে মরিয়া চেষ্টা থাকবে সকলের। পাশাপাশি ভারতীয় দলের অধিনায়ককে সম্মান জানাতে মরিয়া বঙ্গীয় ফুটবল ফেডারেশন। তবে এক্ষেত্রে অনেকাংশেই নির্ভর করছে ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুমোদন। তা সম্ভব হলে কুয়েত ম্যাচে সুনীল ছেত্রীকে সম্মান জানানোর উদ্দেশ্যে একাধিক চমকের সাক্ষী থাকতে পারে সকলে।
Sarthak Golui: বাঙালি ডিফেন্ডারকে বিদায় জানাল আইএসএল ক্লাব
তাছাড়া এই ম্যাচের জয়ের উপরেই নির্ভর করবে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের ভবিষ্যত। আফগানিস্তান ম্যাচের মত এই ম্যাচেও দল পরাজিত হলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ছাঁটাই করা হতে পারে এই বিদেশী কোচকে।