লোকসভা ভোটের প্রাক্কালে বিরাট সুবিধা চালু করল ভারতীয় রেল। পূর্ব রেল সূত্রে খবর,কম দৃষ্টিশক্তির যাত্রীদের সুবিধার্থে রেলের অভিনব উদ্যোগ, স্টেশনে স্টেশনে ব্রেইল নেভিগেশনের ব্যবস্থা চালু করা হবে। যেসব যাত্রী চোখে ভাল দেখতে পান না, তাদের দুনিয়াকে কিছুটা হলেও অনুভূতির মাধ্যমে দৃশ্যমান করে তোলার লক্ষ্যে পূর্ব রেলওয়ে। ব্রেইল নেভিগেশন এর মাধ্যমে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। আপাতত শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে বলে জানা গিয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেইল নেভিগেশন মানচিত্র শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশনের প্রবেশপথে স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ ফুট X ২ ফুট। এই মানচিত্রগুলিতে থাকবে টিকিট কাউন্টার, কনকোর্স এলাকা, জলের ট্যাপ, টয়লেট, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মের দিক নির্দেশ। দেওয়া থাকবে প্রবেশ ও প্রস্থান পথ, এসকেলেটর, লিফটের অবস্থা। বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা এবং সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য নির্দেশিকাও দেওয়া থাকবে সেখানে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন, রেল স্টেশনগুলিতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যাতে সবার কাছে সহজলভ্য হয়, তা নিশ্চিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই এই ব্রেইল নেভিগেশন মানচিত্র স্থাপন করা হচ্ছে।
এই পদ্ধতির মাধ্যমে বহু যাত্রীর সুবিধা হবে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যকে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে যে ‘অনুপ্রয়াস’, নামক সামাজিক সংস্থার (এনজিও) সহযোগিতায় পূর্ব রেল শিয়ালদহ এবং কলকাতা রেলওয়ে স্টেশনগুলিতে ব্রেইল নেভিগেশন মানচিত্র ব্যবস্থা রেখেছে৷ পাশাপাশি হাওড়া স্টেশনেও এই ব্রেইল নেভিগেশন মানচিত্র ব্যবস্থা রাখা হয়েছে।