সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI টিম ইন্ডিয়ার হেড কোচ (Team India Coach) নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছিল। জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ সহ অনেকের নাম রয়েছে জল্পনায়। ফ্লেমিং-এর দিকে পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে।
শোনা যাচ্ছে, ফ্লেমিংকে রাজি করাতে ধোনির (MS Dhoni) সাহায্য নিয়েছে বিসিসিআই। এখন ধোনি সিএসকে কোচকে রাজি করাতে পারবেন কি না সেটাই দেখার বিষয়। অভিজ্ঞতা ও রেকর্ডের দিক থেকে ফ্লেমিং যে অন্যতম যোগ্য ব্যক্তি তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Mohun Bagan: ‘খামোশ’ মোহনবাগান! ব্যাপার কী
তবে ফ্লেমিংয়ের কাঁধে ইতিমধ্যে অনেক দায়িত্ব রয়েছে। চেন্নাই সুপার কিংস ছাড়াও টেক্সাস সুপার কিংস (ইউএসএ), জোহানেসবার্গ কিংস (দক্ষিণ আফ্রিকা) এবং সাউদার্ন ব্রেভ (ইংল্যান্ড) দলের দায়িত্বে রয়েছেন তিনি। এই ক্লাবগুলোর সঙ্গে ফ্লেমিংয়ের স্বল্পমেয়াদি চুক্তি রয়েছে। এতো দায়িত্ব সামলে পরিবারকে দেওয়ার মতো পর্যাপ্ত সময়ও থাকছে না তাঁর হাতে।
এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করা ফ্লেমিংয়ের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ফ্লেমিং বিসিসিআইয়ের কথা অস্বীকার না করলেও বোর্ডের কাছে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন বলেও মনে করা হচ্ছে। ধোনির সঙ্গে ফ্লেমিংয়ের খুব ভাল সম্পর্ক। দু’জনে গত কয়েক বছর ধরে এক সঙ্গে কাজ করছেন। বিসিসিআই মনে করছে, ধোনি বললে ফ্লেমিং রাজি হলেও হতে পারেন।
IPL 2024: এলিমিনেটর ম্যাচে অনিশ্চিত আরসিবি-র বিস্ফোরক ব্যাটার
বিসিসিআই একজন অভিজ্ঞ অভিজ্ঞকে দলে যুক্ত করতে চায়। সব মিলিয়ে ধোনির মাধ্যমে ফ্লেমিংয়ের উপর চাপ তৈরি করেছে বোর্ড। এখন এই কৌশল কতটা কার্যকর প্রমাণিত হয় বা এই পরিকল্পনা কীভাবে কাজ করে সেটাই দেখার বিষয় হবে।