আইপিএল ২০২৪ (IPL 2024)-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। আহমেদাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই ফাইনালে জায়গা করে নিতে চাইবে। এখন প্রশ্ন উঠছে, এই ম্যাচ যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে খেলার ফলাফল কী হবে?
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কলকাতা ও হায়দরাবাদের মধ্যকার ম্যাচে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে এই ম্যাচ চলাকালীন গরম বজায় থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি যদি এই ম্যাচে বাধা দান করে তাহলেও রয়েছে নিয়ম। আসলে লিগ পর্বের তুলনায় প্লে অফের নিয়ম একেবারেই আলাদা।
IPL 2024: এলিমিনেটর ম্যাচে অনিশ্চিত আরসিবি-র বিস্ফোরক ব্যাটার
কোয়ালিফায়ার ১, এলিমিনেটর, কোয়ালিফায়ার ২ ও রিজার্ভ ডে বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ম্যাচের দিন রাখা হয় ১২০ মিনিটের অতিরিক্ত সময়। কোনো কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না হলে, রাত ৯টা ৪০ মিনিটেও মাঠে বল গড়ানো হবে। শুরু বিলম্বিত হলেও ম্যাচ হবে ২০ ওভারের। একই সঙ্গে ম্যাচ শুরুর পর যদি বৃষ্টি হয় এবং খেলা শেষ না হয়, তাহলে বাকি থাকা অংশও খেলা হতে পারে।
Casually dropping a banger 🔥 pic.twitter.com/1bo8z3a08B
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
উভয় দলের সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্স: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
Mohun Bagan: ৫ গোল হজম করে ট্রফি হাতছাড়া করল মোহনবাগান
সানরাইজার্স হায়দরাবাদ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), সানভির সিং, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত ব্যাসকান্ত।