Darren Caldeira: গ্রিসে গিয়ে দল বদলের কাজ করছেন বেঙ্গালুরু এফসির কর্তা?

আধুনিক ফুটবলে যতই পেশাদারিত্ব আসুক, কিছু কিছু দল বদলের ক্ষেত্রে থেকে যায় নেপথ্য গল্প। গ্রিসের ফুটবলারদের নিয়ে এবার আলোচনার মাত্রা একটু বেশি। যার অন্যতম কারণ…

Darren Caldeira BFC

আধুনিক ফুটবলে যতই পেশাদারিত্ব আসুক, কিছু কিছু দল বদলের ক্ষেত্রে থেকে যায় নেপথ্য গল্প। গ্রিসের ফুটবলারদের নিয়ে এবার আলোচনার মাত্রা একটু বেশি। যার অন্যতম কারণ দিমিত্রিয়স দিয়ামানতাকস। আরও এক কারণ ড্যারেন ক্যালডেইরা (Darren Caldeira)।

East Bengal: দিমিত্রিকে দলে পাওয়ার দৌড়ে মুম্বইকে পিছনে ফেলছে ইস্টবেঙ্গল

   

ড্যারেন ক্যালডেইরা কি দল গঠনের নেপথ্যে কাজ করছেন? ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ড্যারেন কিছু দিন আগে নিজে গিয়েছিলেন গ্রিসে। দিমিত্রিয়স দিয়ামানতাকস ছাড়াও গ্রিসের আরো এক ফুটবলারকে নিয়ে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি। গ্রিক ফুটবলার ও ড্যারেন ক্যালডেরাই গ্রিস সফরকে এক সুতোয় বাঁধতে শুরু করেছেন কেউ কেউ।

ব্যাপারটা কী?

আসলে কিছু দিন আগে ড্যারেন ক্যালডেইরা গ্রিসে গিয়েছিলেন। ড্যারেন এখন বেঙ্গালুরু এফসির অন্যতম কর্তা ও ফুটবল বিশেষজ্ঞ। ২০২৩-২৪ মরসুমে প্রত্যাশা মতো খেলতে পারেনি বেঙ্গালুরু এফসি। আসন্ন মরসুমের জন্য ঢেলে স্কোয়াড সাজাবেন পার্থ জিন্দলরা। ড্যারেনের মতো একজন ফুটবল বোদ্ধার বিদেশ সফর নেহাত ছুটি কাটানোর জন্য নয় বলেই মনে করা হচ্ছে।

 

CFL: মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন স্টেশনে, সার্দানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান রাকেশ

সম্প্রতি দিমিত্রিয়স দিয়ামানতাকস ছাড়াও গ্রিসের আরো এক ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে দল বদলের জল্পনা। তিনি ফ্লোসার্ড মালসি। ফ্লোসার্ড মালসি গ্রিসের ক্লাব ফুটবলে খেলেন। বেঙ্গালুরু এফসি ২৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে। সম্প্রতি গ্রিসের লামিয়া ফুটবল ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন ও গোল করেছেন। ফ্লোসার্ড মালসির সম্ভাব্য দল বদলের পিছনে ড্যারেন ক্যালডেইরার অবদান রয়েছে বলে ফুটবল প্রেমীদের একাংশ মনে করছেন।