সাবধান হয়ে যান, কারণ এবার তেড়ে ফুঁড়ে আসছে ভয়ানক ঝড়-বৃষ্টি। হ্যাঁ বাংলার আবহাওয়া (Weather) নিয়ে এবার এমনই এক পূর্বাভাস জারি করে সকলক চমকে দিল মৌসম ভবন। গতকাল সোমবারের পর আজ মঙ্গলবারও কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একের পর এক জেলাইয় ভয়ানক ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আজও ভাসবে বহু জেলা। আজ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়া ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে।
এদিকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং,
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে আইএমডির তরফে এক বুলেটিন জারি করে বলা হয়েছে, ২২ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ মে সকাল নাগাদ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি গভীর নিম্নচাপ নাকি সাইক্লোনে পরিণত হবে সেটা আগামী সময়ই বলবে।
সেইসঙ্গে আগামী ২৪ ও ২৫ মে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের ২৩ মে থেকে মধ্য বঙ্গোপসাগরে এবং ২৪ মে থেকে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৩ মে-র আগে উপকূলে ফিরে আসারও পরামর্শ দেওয়া হয়েছে।