হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত (Ebrahim Raisi) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi) এবং বিদেশমন্ত্রী হোসাইন আমিরাবদোল্লাহিয়ান। রবিবার আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম।
সেখান থেকে তেহরানে ফেরার সময় উত্তর-পশ্চিম ইরানের জোলফার পাহাড়ি অঞ্চলে রাইসির হেলিকপ্টারটি ভেঙে পড়েছিল। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজেও বেগ পেতে হয়।
সেই দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাইসি নিখোঁজ হয়ে যাওয়ার পরই রবিবার জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান রাইসি।
Lok Sabha Election: মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন! ভোটের কাজ থেকে সরানো হল BSF জওয়ানকে
সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেই অনুষ্ঠানে তিনটি হেলিকপ্টারের কনভয় নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য মন্ত্রী-আধিকারিকরা।
![](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Iran-Helicopter.jpg)
যাত্রাপথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। অবশেষে প্রায় ১৫ ঘণ্টা তল্লাশির পর প্রেসিডেন্টের হেলিকপ্টারটির খোঁজ মেলে।
Dilip Ghosh: ‘মৌলবীদের দিয়ে তো রাজনীতি করান, সাধু-সন্ন্যাসীদের বাধা কোথায়?’ মমতাকে তোপ দিলীপের
ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও বিদেশমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।
ইব্রাহিম রাইসি একজন কট্টরপন্থী নেতা, যিনি পূর্বে দেশের বিচার বিভাগের প্রধান ছিলেন। তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।
![](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/iran.jpg)
Arjun Singh: ‘ভোটের আগের রাতে টাকা বিলি করেছেন তৃণমূল প্রার্থী’, বিস্ফোরক অভিযোগ অর্জুনের
রাইসির মৃত্যুর পর এবার ইরানের প্রেসিডেন্ট হতে পারেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মোহাম্মদ মোখবার নামে সিলমোহর দিলে তিনিই রাইসির স্থলাভিষিক্ত হবেন।