Loksabha election 2024: অর্জুন সিং-এর দ্বিতীয় বিয়ে! দাবি তুললেন সোমনাথ

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির অর্জুন সিং। এতদিন হাড্ডাহাড্ডি…

Arjun singh

short-samachar

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির অর্জুন সিং। এতদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কার মুখে শেষ হাসি ফুটবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা তবে এর মধ্যে ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। প্রসঙ্গত সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং-এর সম্পর্ক ছিরকালি সাপে নেউলের মতো। এবার ঠিক ভোটের মুখে আবারও বোমা ফাটালেন তিনি।

   

তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাবি করেন যে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছেন অর্জুন সিং। শাসকদলের বিধায়কের দাবি, ব্যাঙ্গালোরের একটি সংস্থায় অর্জুনের দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা জমা পড়ে। হিন্দু বিবাহ আইনে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে কী করে হয়, এই বিয়ে-বিতর্কেই এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা করেছে তৃণমূল।

প্রসঙ্গত ভোটের ঠিক আগে এমন অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। তবে এই বিষয়কে পাত্তা দিতে নারাজ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তিনি উল্টে সোমনাথ শ্যামের কটাক্ষ করেছেন। প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত এই অভিযোগ কি ভোট বাক্সকে প্রভাব ফেলতে পারবে? নাকি শেষ হাসি হাসবেন অর্জুন! সময়ই এর উত্তর দেবে।