কর্মী নিয়োগ করতে চলেছে এয়ারফোর্স, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের কাছে সুখবর। কারণ চাকরি দিতে চলেছে  আকাশে বায়ুসেনা ।  পাইলট ছাড়াও একাধিক বিভাগে নিয়োগ হয় এয়ারফোর্সে। এবার ফের শুরু হয়েছে নিয়োগ। বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে…

Indian Air Force Job

চাকরিজীবীদের কাছে সুখবর। কারণ চাকরি দিতে চলেছে  আকাশে বায়ুসেনা ।  পাইলট ছাড়াও একাধিক বিভাগে নিয়োগ হয় এয়ারফোর্সে। এবার ফের শুরু হয়েছে নিয়োগ। বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গিয়েছে।

এয়ার ফোর্সে গ্রুপ ওয়াই-তে নিয়োগ করছে বায়ুসেনা। ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে।

   

 যোগ্যতা

এই পদে নিয়োগের যাঁরা আবেদন করবেন, তাঁদের দ্বাদশ শ্রেণিতে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে। ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে দ্বাদশ শ্রেণী। একই সঙ্গে ৫০ শতাংশ নম্বর পেতে হবে ২ বছরের ভোকেশনাল কোর্সে। ফার্মাসিতে বিএসসি করা থাকলে পাবেন অগ্রাধিকার।

বয়স

আবেদনকারীদের জন্ম তারিখ  হতে হবে ২০০০ সালের ২৪ জুন থেকে ২০০৩ সালের ২৪ জুন-এর মধ্যে। যাঁদের ফার্মাসিতে বিএসসি করা থাকবে, তাঁদের জন্ম তারিখ হতে হবে ২০০০ সালের ২৪ জুন থেকে ২০০৫ সালের ২৪ জুনের মধ্যে।

Advertisements

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।আবেদনের জন্য আবেদন মূল্য দিতে হবে। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং-এর মাধ্যমে বা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ট্রানজাকশন ডিটেলস পেয়ে যাবেন।

নিয়োগের প্রক্রিয়া

প্রথমে প্রার্থীদের নথি যাচাই করা হবে, তারপর হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এরপর প্রার্থীরা লিখিত পরীক্ষা দেবেন। এরপর অ্যাডাপটেবিলিটি টেস্ট ও মেডিক্যাল পরীক্ষা।