৯০০০ কোটি। টাকার পর্বত বললেও কম বলা হয়। লোকসভা ভোটের (Lok Sabha Election) দিন ঘোষণার পর থেকে গোটা দেশে প্রায় ৯০০০ কোটি টাকা ‘নিষিদ্ধ’ সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে রয়েছে – টাকা, মদ, মাদক দ্রব্য, দামি ধাতু এবং বিনামূল্যের সামগ্রী। ২০১৯ সালে লোকসভা নির্বাচন চলাকালীন বাজেয়াপ্ত সামগ্রীর মূল্যের তুলনায় এই সংখ্যাটা আড়াই গুণ বেশি।
এখনও লোকসভা ভোটের তিনটি দফা বাকি। ফলে এই টাকার পরিমাণ যে আরও বাড়বে, তা বলাই যায়। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি মধ্যে সিংহভাগই মাদক দ্রব্য এবং ড্রাগ। এর পরিমাণ ৪৫ শতাংশ। ২৩ শতাংশ বিনামূল্যের সামগ্রীর মূল্য। ১৪ শতাংশ দামি ধাতুর মূল্য। এবার ভোট ঘোষণার সময়ই মদ, মাদক, নগদের ব্যবহারে রাশ টানার কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।
দেশেটাকা এবং মদ উদ্ধারের পরিমাণও খুব একটা কম নয়। মোট ৮৪৯ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। আর ৫.৪ কোটি লিটার মদ উদ্ধার হয়েছে। যার মূল্য আনুমানিক ৮১৫ কোটি টাকা। সমস্ত রাজ্য মিলিয়ে গুজরাতে সবচেয়ে বেশি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। ১৪৬২ কোটি। গুজরাত এটিএস, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের সম্মিলিত তিনটি অভিযানে মোট ৮৯২ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। সেই কারণেই এই তালিকায় শীর্ষে এই রাজ্য।
Abhishek Banerjee: বিনামূল্যে বছরে ১০টি সিলিন্ডার! বিরাট ঘোষণা অভিষেকের
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান, সৌজন্যে ৭৫৭ কোটি টাকা টাকার বিনামূল্যের সামগ্রী। নির্বাচন কমিশনের মতে, এবারের ভোটের মরশুমে বিশাল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়েছে। গুজরাত ছাড়াও মহারাষ্ট্র এবং রাজধানী দিল্লি থেকে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে। ১৭ এপ্রিল গ্রেটার নয়ডার একটি ড্রাগ ফ্যাক্টরিতে হানা দেয় পুলিশ। সেখান থেকে ২৬.৭ কেজি এমডিএমএ উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য ১৫০ কোটি।
বাজেয়াপ্ত সামগ্রীর অর্থমূল্যের নিরিখে আট নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা থেকে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর অর্থমূল্য প্রায় ৩৭১ কোটি টাকা। এদিকে সোমবার বাংলায় পঞ্চম দফার ভোট। সকাল ৭টায় শুরু হবে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী কাল শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি কেন্দ্রে ভোট।
Priyanka Gandhi: কেন ভোটে লড়ছেন না? বিরাট কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী
দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আগামী কাল, ২০ মে সোমবার, পঞ্চম দফায় গোটা দেশের ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।