Weather: আজ ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া

আজ কি আবহাওয়া (Weather) সকলের ওপর প্রসন্ন হবে? রবিবার সকাল থেকেই আকাশের হাবভাব দেখে সকলের মুখে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। এদিন সকাল থেকেই কলকাতা শহরের…

short-samachar

আজ কি আবহাওয়া (Weather) সকলের ওপর প্রসন্ন হবে? রবিবার সকাল থেকেই আকাশের হাবভাব দেখে সকলের মুখে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। এদিন সকাল থেকেই কলকাতা শহরের আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে। সকলের প্রশ্ন, আজ কি তবে ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি নামবে রাজ্যজুড়ে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস।

   

আলিপুর জানাচ্ছে, আজ রবিবার ছুটির দিন ১৯ মে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হবে বজ্রবিদ্যুৎ। এই জেলাগুলি হল বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান। যদিও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতা এই বৃষ্টি হবে না। আজ উষ্ণ এবং আদ্র আবহাওয়া থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে।

এদিকে আজ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে উপড়ি পাওনা হবে ঝোড়ো হাওয়া। এই হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ রবিবার ছুটির দিনে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্যান্য বাকি জেলা যেমন দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।