ক্যালকাটা কাস্টমসে যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার

এবারের মতো শেষ হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের মরশুম।‌ যেখানে আইএসএল ট্রফি বাদ দিয়ে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দাপট থেকেছে কলকাতা ময়দানের প্রধান দলগুলির। যা নিঃসন্দেহে বড়সড়…

Former East Bengal Goalkeeper Suvam Sen

এবারের মতো শেষ হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের মরশুম।‌ যেখানে আইএসএল ট্রফি বাদ দিয়ে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দাপট থেকেছে কলকাতা ময়দানের প্রধান দলগুলির। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা বঙ্গের ফুটবলপ্রেমীদের কাছে। হিসেব অনুযায়ী আগামী জুলাই মাসের শেষের দিকে থেকেই শুরু হতে পারে নতুন ফুটবল সিজন।

Advertisements

তবে তার আগেই এএফসির কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে যোগ্যতা অর্জনকারী দল গুলিকে‌। তবে নতুন মরশুমের কথা ভেবে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব।

   

আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা কলকাতা লিগ। সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে ক্লাবগুলি। কালীঘাট স্পোটর্স লাভার্স থেকে শুরু করে ভবানীপুর হোক কিংবা রেনবো। একের পর এক সাইনিংয়ের মাধ্যমে চমক দিচ্ছে দলগুলি। এবার সেক্ষেত্রে আরো কিছুটা এগিয়ে আসল ময়দানের অতি পরিচিত ক্যালকাটা কাস্টমস ক্লাব। নতুন সিজনের জন্য তারা চূড়ান্ত করল গোলরক্ষক শুভম সেনকে। উল্লেখ্য, এই সিজনে ইউনাইটেড স্পোর্টসের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাকে। সেখান থেকেই এবার যোগ দিতে চলেছেন কাস্টমসে।

Advertisements

উল্লেখ্য, একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের জার্সিতে ও খেলেছেন এই ফুটবলার। পরবর্তীতে সুযোগ আসে আইএসএলের দল গুলির তরফ থেকে। এমনকি এই সিজনে ছয়টি অ্যাপিয়ারেন্সে একটি ক্লিনশিট থেকেছে শুভমের। এবার নতুন দল।