উনিশ থেকে শিক্ষা। চব্বিশে (Lok Sabha Election) সতর্ক। কলকাতা জিততে এবার কাউন্সিলরদের গুরুদায়িত্ব। দলীয় কাউন্সিলরদের টার্গেট বেঁধে দিয়েছে তৃণমূল।
১ জুন শেষ দফার লোকসভা ভোট। শেষ দফায় কলকাতায় ভোট। এই ভোটে দলীয় কাউন্সিলরদের গুরু দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাঁদের জন্য বেঁধে দেওয়া হয়েছে টার্গেট। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘জনপ্রতিনিধিদের পারফরম্যান্স মাপ করাই হয়। অবশ্যই তারা লোকসভায় কতটা কাজ করলেন আমরা মেপে নেব।’
কলাকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের পাশাপাশি যাদবপুর লোকসভারও বেশ কিছু এলাকা পড়ে কলকাতা পুরসভার মধ্যে। উনিশের লোকসভা ভোটের নিরিখে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। ফিরহাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দর এলাকায় ৩টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। এছাড়া পিছিয়ে ছিল বালিগঞ্জের ৩টি ওয়ার্ডে। রাসবিহারীতে ৫টি। বেহালা পূর্বে ৩টি। বেহালা পশ্চিমে ৩টি। কসবার ৩টি এবং ভবানীপুরের ৬টি ওয়ার্ডে। সবমিলিয়ে উনিশের ভোটের ফলের নিরিখে কলকাতার ২৬টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল।
Lok Sabha Election: বিজেপির নজরে শেষ ৩ দফার ভোট
উনিশের এই ফল থেকে শিক্ষা নিয়ে চব্বিশে এবার কোমর বেঁধে ঝাঁপাচ্ছে তৃণমূল। দলীয় কাউন্সিলরদের ঘাড়ে দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। সম্প্রতি, কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবারের ভোটে কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের লিড চাই। পারফরম্যান্স খারাপ হলে সংশ্লিষ্ট কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। ফিরহাদ হাকিমের কথায়, ‘অভিষেক বলেই দিয়েছেন. তোমাকে তোমার পরফরম্যান্স দিতে হবে। না দিলে ব্যবস্থা নেওয়া হতেই পারে।’