মনসুন কামিং সুন (Weather Update)। এবার দেশে আগেই বর্ষা। আন্দামানে বর্ষা ঢুকবে তিন দিন আগে। উনিশে মে। কেরলে বর্ষা এক দিন আগে। এবার নির্দিষ্ট সময়ের আগেই, ভারতে বর্ষার আগমণ।
গা জ্বালানো গরম। এতে চাষবাসে ক্ষতি। গরমে অনেক দিন পোড়ার পরে কয়েকদিন বৃষ্টি। আবার পারদ চড়ছে। আবার মন বৃষ্টি বৃষ্টি করছে। ঠিক এই সময়েই বর্ষার খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানে সাধারণত বর্ষা ঢোকে বাইশে মে। এবার ঢুকবে তিন দিন আগে। উনিশে মে বর্ষা ঢুকবে আন্দামানে।
আন্দামানের পর ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রথম বর্ষা ঢোকে। পয়লা জুনের বদলে এবার কেরলে বর্ষা ঢুকবে একদিন আগে। একত্রিশে মে। গত কয়েক বছরে এই ছবি দেখা যায়নি। বিলম্বে এসেছে বর্ষা। গরমে ভুগতে হয়েছে সাধারণকে। জলকষ্ট থেকে শুরু করে নানা সমস্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় গরমের দাপটে কয়েকজনের প্রাণও গিয়েছে।
Dengue: হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি, হাই অ্যালার্ট জারি করল পুরসভা
বাংলায় কবে বর্ষা আসবে? এটাও বড় প্রশ্ন, সাময়িক বৃষ্টিতে স্বস্তি মিলেছে। সেটাও তো সাময়িক। আবহাওয়া দফতর জানাচ্ছে, গত বছরে বাংলায় দেরিতে বর্ষা ঢুকেছিল। জলপাইগুড়িতে সাধারণত বর্ষা ঢোকে ৭ জুন। গত বছর ৫ দিন দেরি করে ঢুকেছিল বারোই জুন। কলকাতায় বর্ষা ঢোকে সাধারণত ১১ জুন। গত বছর ৯ দিন দেরিতে অর্থাৎ বিশে জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল।
এবার বঙ্গে আসতে দেরি করবে না বর্ষা। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, বর্ষা আসার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে কখনও চলবে তাপপ্রবাহ। কখনও কখনও বৃষ্টি হতে পারে। তারপরেই ঝমঝময়ে নামবে বর্ষা। বিশে মো পঞ্চম দফার ভোটে দক্ষিণবঙ্গে ব্যপক ঝড়-বৃষ্টি হতে পারে।