ভোট ঘোষণার পর থেকে এক টানা প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে চার দফার ভোট শেষ হয়েছে। পঞ্চম দফা আগামী ২০ মে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে ভোট রয়েছে। একবারে শেষ দফায় ভোট রয়েছে কলকাতার দুই লোকসভা কেন্দ্র সহ মোট ন’টি আসনে। ওই দিনই ভোট ডায়মন্ড হারবারেও। ওই কেন্দ্রে এবারও জোড়-ফুল প্রতীকে লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই কেন্দ্রে সম্মানের লড়াই তৃণমূলের। রাজ্যব্যাপী প্রচারের পর এবার কলকাতা, ডায়মন্ড হারবারে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূল সূত্রে খবর, কলকাতার উত্তর এবং দক্ষিণ দু’জায়গাতেই প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে বেলেঘাটা থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। ২৮ মে তাঁর জনসভা করার কথা বেহালায়। ৩০ মে যাদবপুর থেকে হাজরা পদযাত্রা রয়েছে।
জানা গিয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ছ’টি রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনটি জনসভাও করবেন। ডায়মণ্ড হারবার কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরজে ২৯ মে অভিষেক সঙ্গে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই হবে জনসভা।
ভোট ঘোষণার পর ৩১ মার্চ থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সাত দফা ভোট উৎসবের উত্তর থেকে প্রচার শুরু করেছেন তিনি। ১ জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুরে ভোট রয়েছে।