হুয়ান মেরা ফিরবেন ইস্টবেঙ্গলে? জানুন সম্ভাবনা কতটা

দল বদলের বাজার ফের গরম করছেন হুয়ান মেরা। পাঞ্জাব এফসির হয়ে ভালো খেলার পর তাঁকে নিয়ে বেড়েছে চর্চা। হুয়ান আগামী মরসুমে কোন ক্লাবের হয়ে খেলতে…

juan mera

দল বদলের বাজার ফের গরম করছেন হুয়ান মেরা। পাঞ্জাব এফসির হয়ে ভালো খেলার পর তাঁকে নিয়ে বেড়েছে চর্চা। হুয়ান আগামী মরসুমে কোন ক্লাবের হয়ে খেলতে পারেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। হুয়ান কি ফিরবেন ইস্টবেঙ্গলে (East Bengal)?

Advertisements

ইস্টবেঙ্গলের হয়ে এক সময় খেলেছিলেন হুয়ান মেরা। ২০১৯-২০ মরসুমে খেলেছিলেন লাল হলুদ ক্লাবের হয়ে। সেই সময়ে ক্লাবে সাফল্য আসেনি। ফলত কলকাতায় দ্রুত শেষ হয়েছিল হুয়ানের স্থায়িত্ব। ২০২১ সালে নেরোকার হাত ধরে আবার ভারতে এসেছিলেন। পরে যোগ দেন রাউন্ডাগ্লাস পাঞ্জাব এফসিতে, এখন যে ক্লাবের নাম পাঞ্জাব এফসি। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এখন ইন্ডিয়ান সুপার লিগে খেলছে পাঞ্জাব এফসি। ক্লাবের উত্থানের পিছনে হুয়ান মেরার অবদান রয়েছে।

   

Advertisements

জল্পনা অনুযায়ী, আগামী মরসুমে নতুন করে দলে যোগ দিতে পারেন হুয়ান মেরা। হুয়ানের দল বদল সংক্রান্ত জল্পনার উঠে এসেছে ইস্টবেঙ্গল এফসির নাম। অনেকে এরই মধ্যে ধরে নিচ্ছেন তিনি ইস্টবেঙ্গলে যোগ দিলেও দিতে পারেন তিনি। যদিও এখনই হলফ করে কিছু বলার মতো সময় আসেনি।

শুধু ইস্টবেঙ্গল নয়, হুয়ান মেরার দল বদল সব সংক্রান্ত জল্পনায় উঠে আসছে একাধিক ক্লাবের নাম। পরের মরসুমের জন্য পাঞ্জাব এফসি তাঁকে ধরে রাখার জন্য চেষ্টা করছে। এছাড়া মহামেডান স্পোর্টিং ক্লাব স্পেনের এই মিডফিল্ডারকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে বলে শোনা যাচ্ছে।