ভারতীয় দলের নতুন হেড কোচ (Team India Head Coach) পদের জন্য আবেদনের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই (BCCI)। আগামী ২৭ মে ভ্যিম ইন্ডিয়ার হেড কোচের জন্য আবেদন করা যাবে। বর্তমানে ভারতীয় দলের হেড কোচ ভারতের রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। রাহুল দ্রাবিড়ের মেয়াদ আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পরেই শেষ হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল চুক্তির মেয়াদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতের কোচ কে হবেন সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। রাহুল দ্রাবিড় নিজেও আবার আবেদন করতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত কারণের জন্য তিনি নতুন করে হয়তো আর দায়িত্ব নিতে চাইবেন না। অন্যদিকে ভিভিএস লক্ষ্মণও পরবর্তী প্রধান কোচ হতে পারেন সে ব্যাপারেও জল্পনা ছিল। আপাতত তাঁকে নিয়েও আলোচনা এখন কম শোনা যাচ্ছে।
এক ক্রীড়া সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, দ্রাবিড় কিংবা লক্ষ্মণ কেউই ভারতের কোচ হওয়ার দৌড়ে থাকবেন না। বিসিসিআইয়ের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধু ভারতীয়রাই নন, বিদেশিরাও ভারতীয় দলের হেড কোচের জন্য আবেদন করতে পারবেন। কোনও ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটারকেই যে ভারতীয় দলের হেড কোচ করা হবে এমন কোনও কথা নেই।
BCCI is targeting Ricky Ponting and Stephen Fleming for Team India’s new Head Coach.
Several Senior Indian players wanted Rahul Dravid to continue his role with a test team for a year but Dravid has decided to move on.
VVS Laxman was also expected to apply for the position but… pic.twitter.com/k3eVQNTEB4
— Sujeet Suman (@sujeetsuman1991) May 15, 2024
২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। এ সময় ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও ভারত জিতেছিল, সেই সময় ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন একজন বিদেশি। এমন পরিস্থিতিতে বিদেশি কাউকে ভারতীয় দলের হেড কোচ করার সম্ভাবনা রয়েছে।