ফের শিরোনামে ‘ওয়ারিস দে পাঞ্জাব’ সংগঠনের প্রধান অমৃতপাল সিং (Amritpal Singh)। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল যে লোকসভা ভোটে (Loksabha Election 2024) খালিস্তানি নেতা অমৃতপাল সিং ভোটে লড়বেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। পাঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিংয়ের মনোনয়ন ফর্ম গৃহীত হল।
বর্তমানে এই খালিস্তানি নেতা অসমের ডিব্রুগড় জেলে বন্দি। পাঞ্জাবে ভোট হবে আগামী ১ জুন। এর আগে অমৃতপাল হাইকোর্টকে জানান, তিনি খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এজন্য তাকে মনোনয়ন দাখিল করতে হবে, সেক্ষেত্রে তাকে সাত দিনের জন্য মুক্তি দেওয়ার আদেশ জারি করা হোক। যদি তা সম্ভব না হয়, তাহলে তার বিকল্প হিসেবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে হবে যাতে তারা কারাগারেই তার মনোনয়ন দাখিলের ব্যবস্থা করে। তিনি অনুরোধ করেন যে তাকে ডিব্রুগড়ের এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে তরণ তারানের এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হোক। তাকে মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রস্তাবকের সাথে দেখা করার অনুমতি দেওয়া উচিত।
Punjab: The nomination form of ‘Waris Punjab De’ Chief Amritpal Singh, to contest the Lok Sabha election from the Khadoor Sahib Lok Sabha seat has been accepted.
He is currently lodged in Dibrugarh jail, Assam. Voting in Punjab will be held on June 1 pic.twitter.com/qdkjJG6H0Y
— ANI (@ANI) May 15, 2024