Lok Sabha Election 2024: তৃণমূল প্রার্থীর সঙ্গে নামের মিল! নির্দল প্রার্থীকে তুলে নিয়ে গেল বাইক বাহিনী

কাকলি ঘোষ আর (Lok Sabha Election 2024) কাকলি ঘোষ দস্তিদার। প্রথম জন উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্রের নির্দল প্রার্থী। আর দ্বিতীয় জন ওই কেন্দ্রেরই তৃণমূল…

Kakali-Ghosh

কাকলি ঘোষ আর (Lok Sabha Election 2024) কাকলি ঘোষ দস্তিদার। প্রথম জন উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্রের নির্দল প্রার্থী। আর দ্বিতীয় জন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী। নামের মিলের কারণেই কি বিপদে পড়লেন নির্দল প্রার্থী? মনোনয়ন জমা দেওয়ার কয়েক ঘণ্টায় মধ্যে বারাসতের নির্দল প্রার্থীকে তুলে নিয়ে গেল বাইক বাহিনী। তাঁর অনুগামীদের অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার জন্যই কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবারই মনোনয়ন জমা দেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ। সেই মনোনয়ন নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ মনোনয়ন জমা দেওয়ার সময় কাকলির পাশে দেখা যায় বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের আপ্ত সহায়ক প্রবীর রায়কে।

   

যদিও এই অভিযোগ অস্বীকার করে প্রবীর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ওই সময় অন্য একটি কাজে আমি জেলাশাসকের ঘরে ছিলাম।

BJP: আলমারি থেকে উধাও লক্ষ লক্ষ টাকা, বিজেপি সাংসদের মাথায় হাত!

মনোনয়ন জমা দিয়ে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই কাকলিকে অপহরণ করা হয় বলে অভিযোগ। মনোনয়ন জমা দিয়ে কাকলি বাপের বাড়ি হাবড়ার বামিহাটি এলাকায় যান। রাতে ১০-১৫ জনের বাইক বাহিনী এসে কাকলি এবং তাঁর স্বামী সঞ্জীবকে বাইকে করে তুলে নিয়ে যায় বলে দাবি তাঁর অনুগামীদের। এর পর থেকেই দু’জনের মোবাইল ফোন ‘সুইচড অফ’ হয়ে যায়। এই ঘটনায় নির্দল প্রার্থীর অনুগামীরা হাবরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কাকলির এক অনুগামী বলেন, মনোনয়ন প্রত্যাহারের জন্য পরিকল্পনা করেই আমাদের প্রার্থী কাকলি ঘোষকে চাপ দেওয়া হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী হয়েছেন এখান থেকে। একই নাম এবং পদবি হওয়ায় আমাদের প্রার্থীকে অপহরণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করাতে এই সব করা হচ্ছে। তবে এসব করে কোনও লাভ হবে না। কাকলির বাড়ি ঘিরে রয়েছে তৃণমূলের গুন্ডারা। তাই আমরাই থানায় অভিযোগ দায়ের করলাম।

Narendra Modi: ‘আমি হিন্দু-মুসলিম করি না, যেদিন করব…’ বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

লোকসভা নির্বাচনে সপ্তম দফায়, আগামী ১ জুন বারাসত লোকসভা কেন্দ্রে ভোট। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।