Murder: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান! ঘুমন্ত তরুণীকে কুপিয়ে খুন করল যুবক

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান। ২০ বছর বয়সী এক তরুণীকে কুপিয়ে (Murder) খুন করল যুবক। কর্নাটকের হুবলির ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রাতে…

ex-army man kills wife dismembers body

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান। ২০ বছর বয়সী এক তরুণীকে কুপিয়ে (Murder) খুন করল যুবক। কর্নাটকের হুবলির ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, রাতে ঘুমিয়েছিলেন ওই তরুণী। সেই সময় আচমকা চুরি হাতে তরুণীর বাড়িতে হাজির হয় যুবক। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে কুপিয়ে খুন করে যুবক। ডিসট্রেস কল পেয়েই ঘটনাস্থকে পৌঁছয় পুলিশ।

   

হুবলির বীরাপুরা লেনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণীর নাম অঞ্জলি আম্বিগেরা। অভিযুক্ত যুবকের নাম বিশ্ব ওরফে গিরিশ। ঘুমন্ত তরুণীকে ছুরি দিয়ে কোপানোর পর গিরিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হুবলির পুলিশ সুপার গোপাল ব্যাকোড বলেম, বীরাপুরার ওনি গ্রামের বাসিন্দা ওই তরুণীর নাম অঞ্জলি। সকালে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে ওই তরুণীকে কুপিয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। কী কারণে খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে ধরার জন্য বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

Narendra Modi: ‘আমি হিন্দু-মুসলিম করি না, যেদিন করব…’ বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

দিন কয়েক আগেই প্রায় একই ধরনের ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের দৌলতাবাদে প্রেমিকাকে কুপিয়ে খুন করে প্রেমিক। ফোন করে প্রেমিকা সাবিনাকে দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডেকে পাঠায় মিঠু নামে ওই যুবক।

আচমকাই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অন্য যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে সাবিনার, এই অভিযোগ তুলে পকেট থেকে ছুরি বের করে তাকে কোপাতে শুরু করে মিঠু।

ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে যায় সাবিনার। রক্তে ভেসে যায় গোটা এলাকা। স্থানীয় লোকজন এলাকায় আসার আগেই পালিয়ে যায় মিঠু। সাবিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত প্রেমিক মিঠুকে হাজারিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

মিঠুর পরিবারের দাবি, বেশ কয়েক বছর ধরে ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিঠুর। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে মাঝে মধ্যে দু’জনের মধ্যে তুমুল অশান্তিও হয়েছে।

Heat Wave: হু হু করে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি করল IMD

২০২২ সালেও অনেকটা এই ধরনের ঘটনার সাক্ষী হয়েছিল মুর্শিদাবাদ। সম্পর্কের জটিলতার জেরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে মেসের দরজার সামনেই কুপিয়ে খুন করে প্রেমিক সুশান্ত চৌধুরী।

নকল পিস্তল উঁচিয়ে আশপাশের লোককে ভয় দেখিয়ে এলাকায় ছেড়ে পালিয়েছিল সে। ঘটনার পরের দিন সমশেরগঞ্জ থেকে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। আদালত সুতপা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সুশান্তকে। তাকে ফাঁসির সাজা শোনায় আদালত।