Amit Shah: ‘মমতা হীরক রানি’, একেবারে চাঁচাছোলা অমিত শাহ

ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে অকপট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে আক্রমণে টেনে আনলেন অস্কারজয়ী সত্যজিৎ রায়ের প্রসঙ্গও। শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর…

mamata banerjee hirak rani amit shah lok sabha election 2024, মমতা হীরক রানি বললেন অমিত শাহ

ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে অকপট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে আক্রমণে টেনে আনলেন অস্কারজয়ী সত্যজিৎ রায়ের প্রসঙ্গও।

শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে মোশাট বাজারে বিজয় সংকল্প সভা করেন শাহ। সেখানেই অমিত শাহ (Amit Shah) বলেন, “সত্যজিৎ রায় ‘হীরক রাজার দেশে’ সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমা খুবই জনপ্রিয় হয়েছিল। উনি বেঁচে থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব দেখলে ‘হীরক রাজার দেশে’র পরিবর্তে ‘হীরক রানির দেশে’ বানাতেন। কারণ, মমতা হীরক রানি!”

   

এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হীরক রানি’ বলে আক্রমণ করতেন রাজ্যে বিজেপির নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষের মতো নেতারা একাধিকবার মুখ্যমন্ত্রীকে ‘হীরক রানি’ বলেছেন। এবার একই কটাক্ষে ভরালেন খোদ অমিত শাহ।

Narendra Modi: ‘আমি হিন্দু-মুসলিম করি না, যেদিন করব…’ বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

তৃণমূল সরকারের আমলে রাজ্যে একাধিক দুর্নীতি সামনে এসেছে। যা নিয়েও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে মোদীর ‘ডেপুটি’ বলেন, ‘মোদীর নীতি হল দুর্নীতিমুক্ত দেশ গড়া। দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে। কাউকে রেয়াত করা হবে না। কেউ বাঁচবে না।’

Heat Wave: হু হু করে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি করল IMD

এই প্রসঙ্গেই শাহ টেনে এনেছেন রাজ্য়ের শিক্ষক নিয়োগ-সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ। মঙ্গলবার বনগাঁর সভা থেকেও এ ব্যাপারে সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন শ্রীরামপুরের সভা থেকেও বারে বারে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে শাহ বলেন, “মোদীর নীতি হল দুর্নীতিমুক্ত দেশ গড়া। দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে। কাউকে রেয়াত করা হবে না। কেউ বাঁচবে না। কাউকে লুকোতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আঁচলে লুকিয়ে নিলেও দুর্নীগ্রস্তদের জেলে ঢোকাবই।”

তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে কটাক্ষ করে শাহ বলেছেন, “বাংলা এখন মৌল-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে।”

BJP: আলমারি থেকে উধাও লক্ষ লক্ষ টাকা, বিজেপি সাংসদের মাথায় হাত!