এবার পিছিয়ে থেকে আসল জয়। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ৩-৩ গোল থাকলেও শেষ রক্ষা করতে পারলনা মুথূট ফুটবল অ্যাকাডেমি। শেষ পর্যন্ত ট্রাইবেকার রাউন্ডের মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল মশাল ব্রিগেড (East Bengal)। যারফলে, ট্রফি জয়ের ক্ষেত্রে আরো কিছুটা এগিয়ে গেল কলকাতা ময়দানের এই প্রধান।
এবার তাদের লড়াই করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে। আজ নির্ধারিত সময় শেষে প্রথম সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে এই ফুটবল ক্লাব। তাদেরও জয় এসেছে ট্রাইবেকারে। তবে ম্যাচের শুরুটা খুব একটা আরামদায়ক থাকেনি বিনো জর্জের ছেলেদের পক্ষে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছিল তাদের। প্রথমার্ধের শেষে দল পিছিয়ে থাকলেও ক্লিয়ারদের অনবদ্য ছন্দে ধরা দেয় লাল-হলুদ। শ্যামল বেসড়া এবং পিভি বিষ্ণুর গোলে ম্যাচের ছন্দে ফিরে আসে কলকাতা ময়দানের এই প্রধান। তারপর সময় যত এগিয়েছে চাপ বাড়িয়েছে দল।
এক মিনিটের মাথায় দুইটি গোল করার পর দল যে আরো অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে তা ভালো মতোই আন্দাজ করতে পেরেছিলেন প্রতিপক্ষ দলের কোচ। সেইমতো রক্ষণভাগে জোড় দেন তিনি। যদিও পুরোপুরি সামাল দেওয়া সম্ভব হয়নি। ৭৬ মিনিটের মাথায় সুমনের গোলে ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে অতিরিক্ত সময়ে সুযোগ বুঝে ফের সমতায় ফিরে আসে প্রতিপক্ষ ফুটবল দল। তারপর ট্রাইবেকারের লড়াই। যেখানে প্রথম থেকেই দাপট থাকে বিষ্ণুদের। একটি শট মিস করলেও শেষ হাসি হাসল ময়দানের এই ফুটবল দল।