Kolkata Rain: স্বস্তির বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা

টানা দুদিন গরম আবহাওয়ার দাপট চলেছে বাংলাজুড়ে। বৃষ্টি হয়নি শহর কলকাতাতেও। তবে অবশেষে ফের একবার অপেক্ষার অবসান ঘটল। মঙ্গলবার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি (Kolkata…

swastika rain

short-samachar

টানা দুদিন গরম আবহাওয়ার দাপট চলেছে বাংলাজুড়ে। বৃষ্টি হয়নি শহর কলকাতাতেও। তবে অবশেষে ফের একবার অপেক্ষার অবসান ঘটল। মঙ্গলবার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি (Kolkata Rain) নামল শহরজুড়ে। সঙ্গী হয়েছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। 

   

এর ফলে কিছুটা হলেও তাপমাত্রায় হেরফের লক্ষ্য করা গেল। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর তাপমাত্রা বাড়তে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৪ মে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঝড়-বৃষ্টির তিব্রতা আজ অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস। আজ থেকেই ক্রমশ গরম বাড়বে।

এদিন সবথেকে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এ বছরের শুরুতেই বর্ষা ঢুকতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে চলেছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ মে আন্দামান ও নিকোবরে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। এরপর বর্ষা দেশের দিকে সরে যাবে। ২২ মে পর্যন্ত প্রতি বছর আন্দামান ও নিকোবরে বর্ষা এলেও এবার ৩ দিন আগে কড়া নাড়তে পারে।

আইএমডি অনুসারে, দেশে এল নিনো সিস্টেম দুর্বল হয়ে পড়ছে এবং লা নিনা পরিস্থিতি সক্রিয় হয়ে উঠছে, যা এই বছর একটি ভাল বর্ষার জন্য অনুকূল। যে কারণে সময়ের আগেই ভারতে বর্ষা ঢুকতে পারে। লা নিনার পাশাপাশি ভারত মহাসাগরীয় ডাইপোল (আইওডি) পরিস্থিতিও এই বছর ভাল বর্ষার জন্য অনুকূল হয়ে উঠছে, যা বর্ষার জন্য একটি ইতিবাচক লক্ষণ।