Mamata Banerjee: নিজে হাতে রান্না করে খাওয়াবেন, মোদীকে নেমন্তন্ন মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার নেমন্তন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা দিলেন, নিজে হাতে রান্না করে খাওয়ানোর। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘আপনি খেয়ে একটু খেয়ে…

Mamata Banerjee says that if Modi wants to eat he will cook fish himself and feed it, নিজে হাতে রান্না করে মাছ খাওয়াবেন, মোদীকে নেমন্তন্ন মমতার

short-samachar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার নেমন্তন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা দিলেন, নিজে হাতে রান্না করে খাওয়ানোর। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘আপনি খেয়ে একটু খেয়ে দেখুন না, স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি কাউকে দিয়ে করাব না। নিজে রান্না করব।’ পরিবর্তে গুজরাটিতে পছন্দের ধোকলা খেতেও তিনি তৈরি বলেও জানিয়েছেন মমতা।

   

নবরাত্রি বা শ্রাবণ মাসে মাছ, মাংস খাওয়া বা তার ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করার বিষয়টিকে ‘মোগল মানসিকতা’ বলে বিরোধীদের আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। সে কথাই নির্বাচনী প্রচারে বার-বার তুলে বিজেপি ও মোদীকে নিসানা করেন তৃণমূলনেত্রী। অভিযোগ করেন, মানুষ কী খাবে, কী পরবে তা ঠিক করে দিতে চাইছে মোদি সরকার। তাঁর দাবি, মাছ খাওয়া বন্ধ করে দিতে চাইছে বিজেপি।

আরও পড়ুন- Mamata Banerjee: শুভেন্দুর খাসতালুকে এর আগে যা করেননি কোনও মুখ্যমন্ত্রী, লক্ষ্মীবারে তাই করবেন মমতা!

সোমবার ব্যারাকপুরে নির্বাচনী প্রচারসভা সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে একই অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেন, ‘মোদী এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্যাঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন।’ এর পর মুখ্যমন্ত্রীর দাবি, ‘যার যা ইচ্ছে খাবে। এ দেশ আমাদের সকলের।’

আরও পড়ুন- Rainfall: বিকেলের পর কলকাতার হাওয়া বদল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

পাশাপাশি এ দিন সভামঞ্চ থেকে একের পর এক মাছের পদের নাম করেন মমতা। সেই সহ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু, আপনি খেয়ে একটু খেয়ে দেখুন না, স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি কাউকে দিয়ে করাব না। নিজে রান্না করব।’

একইসঙ্গে তৃণমূল নেত্রী বলেছেন, মোদী যদি তাঁকে ধোকলা বা দোসা খেতে বলেন, তা-ও তিনি খেতে পারেন। তাঁর কথায়, ‘আমি ভালবেসে খাব। আমার কাছে জাতপাত বলে কিছু নেই।’