কমপেল্লা মাধবী লাথা (Kompella Madhavi Latha), হায়দ্রাবাদের () বিজেপি প্রার্থী। তাঁর নানা কাজে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। শোরগোল পড়েছে তেলেঙ্গানার রাজনীতিতে। ভোটের দিনও সেই বিতর্ক জারি। এবার পরিচয় খতিয়ে দেখতে ভোটকেন্দ্রে বোরখা পরিহিত মুসলিম মহিলাদের মুখ দেখাতে বললেন বিজেপি প্রার্থী কমপেল্লা মাধবী লাথা। আর তাতেই চরম বিতর্ক দানা বেঁধেছে। পরে ভারতীয় দণ্ডবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইনের প্রাসঙ্গিক ধারায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে সবচেয়ে আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম মাধবী লাথা। তাঁর প্রতিপক্ষ হায়দ্রাবাদ থেকে চারবারের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
Hyderabad: Case registered against BJP candidate Madhavi Latha after video of her checking voter ID cards surfaces
Read @ANI Story | https://t.co/EGnwe35fAG#Hyderabad #Telangana #MadhaviLatha #BJP #LokSabhaElections2024 pic.twitter.com/fJpHicrGDC
— ANI Digital (@ani_digital) May 13, 2024
জেলা নির্বাচন অফিসার রোনাল্ড রস জানিয়েছেন যে, পুলিশ মাধবী লাথার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করবে কারণ কোনও প্রার্থী ভোটারের পরিচয় যাচাই করার জন্য কোনও মহিলার বোরখা তুলতে বলতে পারেন না। যদি সন্দেহ থাকে, একজন প্রার্থী ভোটারদের পরিচয় যাচাই করার জন্য পোলিং অফিসারকে বলতে পারেন।
বিজেপি প্রার্থী অবশ্য সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে, একজন প্রার্থীর ভোটার আইডি কার্ড চেক করার অধিকার রয়েছে। কমপেল্লা মাধবী লাথার কথায়, ‘আমি একজন প্রার্থী। আইন অনুযায়ী, একজন প্রার্থীর ফেসমাস্ক ছাড়াই আইডি কার্ড চেক করার অধিকার রয়েছে। আমি পুরুষ নই, আমি একজন মহিলা এবং অনেক বিনয়ের সঙ্গেই আমি তাদের অনুরোধ করেছি। যদি কেউ এটাকে বড় করে দেখিয়ে ভোটের বাজারে সুবিধা নিতে চান তাহলে ওই দল বা রাজনীতিক ভয় পেয়েছে।’
MLA Slaps Voter: আজব কাণ্ড, ভোটারকে সপাটে থাপ্পড় শাসক দলের বিধায়কের! পাল্টা পড়ল বিধায়কের গালেও
হায়দ্রাবাদের বিদায়ী সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এখনও এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেননি, তবে ভাইরাল ভিডিওটি তার টুইটার টাইমলাইনে শেয়ার করেছেন।
ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী। বলেছিলেন য়ে, ‘পুলিশ কর্মীদের খুব নিস্তেজ মনে হচ্ছে, তারা সক্রিয় নয়। তারা কিছুই পরীক্ষা করছে না। প্রবীণ নাগরিক ভোটাররা এখানে আসছেন, কিন্তু তাদের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে।’
হায়দ্রাবাদ মূলত মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্র এবং আসাদউদ্দিন ওয়াইসির গড়। নির্বাচনের দৌড়ে, বিজেপি প্রার্থী মাধবী লাথা দাবি করেছিলেন যে, তিনি মুসলিম ভোটারদের সমর্থনের জন্য আশাবাদী কারণ বিজেপি তিন তালাক এবং মুসলিম তরুণদের চাকরির কথা বলেছে।