Lok Sabha Election 2024: হইহই করে এগিয়ে মমতার বাংলা, সব রাজ্যেকে ফুৎকারে উড়িয়ে…

তৃতীয় দফার পুনরাবৃত্তি চতুর্থ দফাতেও (Lok Sabha Election 2024)। ভোট শুরুর ৬ ঘণ্টার মধ্যে ৫০ শতাংশের বেশি ভোট পড়ে গেল বাংলায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য…

kuwait-fire-chief-minister-mamata-banerjees-big-instructions-on-the-deadly-fire-in-kuwait

তৃতীয় দফার পুনরাবৃত্তি চতুর্থ দফাতেও (Lok Sabha Election 2024)। ভোট শুরুর ৬ ঘণ্টার মধ্যে ৫০ শতাংশের বেশি ভোট পড়ে গেল বাংলায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের হার ৫১.৮৭ শতাংশ। রাজ্যগুলির মধ্যে ভোটদানের নিরিখে শীর্ষে মমতার পশ্চিমবঙ্গ।

দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ৪০.৩০ শতাংশ (বেলা ১টা পর্যন্ত)। বাংলার আট কেন্দ্রে ভোটদানের হার গড়ে ৫১.৮৭ শতাংশ।

   

বাংলার কোন কেন্দ্রে কত ভোট পড়েছে

বর্ধমান পূর্ব (৫৫.৮৭ শতাংশ), বোলপুর কেন্দ্র (৫৪.৮১ শতাংশ), রানাঘাট (৫২.৭০ শতাংশ), বহরমপুর (৫২.২৭), কৃষ্ণনগর (৪৯.৭২ শতাংশ), বর্ধমান-দুর্গাপুর (৫০.৩০ শতাংশ), আসানসোল (৪৯.৫৫ শতাংশ) এবং বীরভূম (৪৯.৬৩ শতাংশ)।

Lok Sabha Election: ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে! তুমুল চাঞ্চল্য নদিয়ায়

কোন রাজ্যে কত ভোট (বেলা ১টা পর্যন্ত)

অন্ধ্র প্রদেশ ৪০.২৬ শতাংশ, বিহার ৩৪.৪৪ শতাংশ, জম্মু ও কাশ্মীর ২৩.৫৭ শতাংশ, ঝাড়খণ্ড ৪৩.৮০ শতাংশ, মধ্যপ্রদেশ ৪৮.৫২ শতাংশ, মহারাষ্ট্র ৩০.৮৫ শতাংশ, ওডিশা ৩৯.৩০ শতাংশ, তেলেঙ্গনা ৪০.৩৮ শতাংশ, উত্তরপ্রদেশ ৩৯.৬৮ শতাংশ, পশ্চিমবঙ্গ ৫১.৮৭ শতাংশ। 

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় গোটা দেশের ১০টি রাজ্যের মোট ৯৬টি আসনে ভোট হচ্ছে। এই আসনগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭১৭ জন প্রার্থী।

এদিন পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ভোট চলছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Dilip Ghosh: রণক্ষেত্র মন্তেশ্বর, আক্রান্ত দিলীপ! কনভয়ের সামনে শুয়ে পড়লেন তৃণমূল সমর্থকরা, গাড়ি ভাঙচুর

এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান (ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা), বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা।