চলতি বছরের লোকসভা ভোটে এবার লোকসভা ভোটে (Loksabha Election 2024) প্রার্থী হলেন মমতা! শুনে চমকে গেলেন তো? ইতিমধ্যে দেশজুড়ে এখন লোকসভা ভোটের আবহাওয়া বিরাজ করছে। এমনকি ৩ দফায় ভোটগ্রহণ হয়েও গেছে। এখন পালা চতুর্থ দফার। কিন্তু জানা যাচ্ছে, ভোটে লড়ছেন মমতা।
PM Modi: রবিবাসরীয় বঙ্গে ৪টি মেগা জনসভা প্রধানমন্ত্রী মোদীর
না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আজ কথা হচ্ছে আরজেডি দলের লোকসভা ভোটের প্রার্থী মমতা ভুঁইয়ার ব্যাপারে। আসলে ঝাড়খণ্ডের পালামৌতে ১৩ মে বিজেপি প্রার্থী বর্তমান সাংসদ বিষ্ণু দয়াল রাম এবং রাষ্ট্রীয় জনতা দলের মমতা ভুঁইয়ার মধ্যে নির্বাচনী লড়াই হতে চলেছে। আরজেডি মমতা ভূঁইয়াকে ভারতীয় ব্লকের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে।
Mamata Banerjee’s Jail: কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক: শুভেন্দু
এদিকে বিজেপি গত দুটি নির্বাচনে ঐতিহাসিক জয়ের সাথে একটি প্রভাবশালী দল হিসাবে আবির্ভূত হয়েছে। রাজ্যের একমাত্র তফসিলি সংরক্ষিত আসন পালামৌ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিষ্ণু দয়াল রাম। তিনি ১৯৭৩ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন এবং ২০০৫ সালের ১ জুলাই থেকে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০০৭ সালের ৪ আগস্ট থেকে ২০১০ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত দু’বার ঝাড়খণ্ড পুলিশের ডিজিপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এর আগে ভাগলপুরের এসপি এবং পাটনার এসএসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পালামৌ থেকে জয়ী হন।
অন্যদিকে মমতা ভূঁইয়া মনোনয়নপত্র দাখিলের সময় উন্নয়ন, অভিবাসন ও বেকারত্বকে মূল ইস্যু বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এবার আরজেডি এবং ইন্ডি জোট একটি নতুন ইতিহাস তৈরি করবে। পালামৌ-এর মূল বিষয় হল উন্নয়ন। আরেকটি প্রধান বিষয় হচ্ছে অভিবাসন ও বেকারত্ব এবং আমরা এটি কমানোর চেষ্টা করব।”