দেশজুড়ে এখন লোকসভা ভোটের আবহ চলছে। ইতিমধ্যে ৩ দফায় ভোট সম্পন্ন হয়েছে, আগামী ১৩ মে দেশে চতুর্থ দফায় ভোট হবে। তবে তার আগেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ঘোষণা হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন অমিত শাহ (Amit Shah)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
আজ শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আপ অফিসে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে তীব্র নিশানা করেন। কেজরিওয়াল আপ কর্মীদের বলেন, ‘আপনাদের সবার কাছে ফিরতে পেরে আমি খুব খুশি। সবাই মিলে দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে হবে।’ এরপরেই আসল বোমাটা ফাটান কেজরি। তিনি বলেন, “মানুষ সবসময় ইন্ডি জোটের কাছে জিজ্ঞাসা করে কে আপের প্রধানমন্ত্রী হবেন? আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই, কে হবেন তাদের প্রধানমন্ত্রী? ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ৭৫ বছরে পা দেবেন মোদী। বিজেপির নিয়ম অনুযায়ী, ৭৫ বছর বয়স হলেই অবসর নিতে হবে। আগামী বছর অমিত শাহকে প্রধানমন্ত্রী করবেন মোদী। মোদীজি নিজের জন্য ভোট চাইছেন না, তিনি অমিত শাহের জন্য ভোট চাইছেন।”
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, ‘যদি প্রধানমন্ত্রী মোদী এই নির্বাচনে জয়ী হন, তাহলে দুই মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হবে।’ কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সব নেতাকে শেষ করে দিতে চান। বিরোধী দলের সব নেতাকে জেলে পাঠানো হবে। এই নির্বাচনে জিতলে কয়েকদিন পর মমতা দিদি, তেজস্বী যাদব, স্ট্যালিন সাহেব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেদের জেলে যেতে হবে। তিনি বিজেপির বহু নেতার রাজনীতি শেষ করেছেন। এটা একনায়কতন্ত্র। দেশের অভ্যন্তরে কেবল একজন স্বৈরশাসক বেঁচে থাকবে।’
#WATCH | Delhi CM Arvind Kejriwal says “…These people ask the INDIA alliance who will be their Prime Minister. I ask BJP who will be your Prime Minister? PM Modi is turning 75, on 17th September. He made a rule that leaders in the party would retire after 75 years…LK Advani,… pic.twitter.com/P1qYOl7hIt
— ANI (@ANI) May 11, 2024