এনডিএ আউট, ৪ জুনের পর কেন্দ্রে INDI জোট, বড় ভবিষ্যৎবাণী কেজরিওয়ালের

জেল থেকে বেরিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত সুপ্রিম কোর্টের তরফে কেজরিকে অন্তর্বর্তী জামিন…

জেল থেকে বেরিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত সুপ্রিম কোর্টের তরফে কেজরিকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। যদিও আগামী ২ জুনের মধ্যে তাঁকে ফের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরই মাঝে তিনি জানালেন, আগামী ৪ জুনের পর এনডিএ সরকার গঠন হবে না। বদলে আসছে INDI জোট। 

আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “৪ জুনের পর এনডিএ সরকার গঠিত হচ্ছে না দেশে। ইতিমধ্যে হরিয়ানা, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের সর্বত্র তাদের আসন কমছে। তারা ২২০-২৩০টি আসন পাচ্ছে বলেও জল্পনা চলছে। কিন্তু আমি বলব, কেন্দ্রে আসছে ইন্ডি জোটের সরকার। আম আদমি পার্টিও এর অংশ হবে। আমরা দিল্লিকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেব। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দিল্লির মানুষের, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর সবেমাত্র গুজরাট থেকে এসেছেন।”  

   

তিনি আরও বলেন, ‘আমি যখন জেলে ছিলাম, তখন কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, কেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না? আমি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে আসিনি। গত ৭৫ বছরে এত রাজ্যে নির্বাচন হয়েছে, দিল্লিতে সবচেয়ে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপ সরকার গঠিত হয়েছে, অন্য কোনও রাজনৈতিক দল এত বড় ব্যবধানে কোনও রাজ্যে জিততে পারেনি। তারা জানত আম আদমি পার্টিকে হারাতে পারবে না, তাই কেজরিওয়ালকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করা হয়েছিল এবং সরকারের পতন করতে চাইছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। হেমন্ত সোরেনেরও পদত্যাগ করা উচিত হয়নি। আমি জেলে থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি।”