এবারের মত শেষ হয়ে গিয়েছে ফুটবল মরশুম। জুলাইয়ের শেষের দিকে ডুরান্ড কাপের মধ্যে দিয়ে শুরু হবে নতুন সিজন। তবে এবছর কলিঙ্গ সুপার কাপ জয় করার ফলে, বহুবছর পর আবারো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ফুটবল ক্লাব। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।
বলতে গেলে, এবারের আইএসএলের শেষের দিক থেকেই নতুন করে দল গঠনের কাজে হাত দেয় কলকাতার এই প্রধান দল। প্রথমেই তারা চূড়ান্ত করে ফেলে পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ তালালকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এছাড়াও বিদেশি ফরোয়ার্ডের দিকেও নজর রয়েছে তাদের।
তবে শুধু বিদেশি ফুটবলার নয়। ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্যে প্রভাত লাকরা থেকে শুরু করে ডেভিড লালাসাঙ্গার মতো ফুটবলারদের প্রায় চূড়ান্ত করার পথে ইস্টবেঙ্গল। তবে সেখানেই শেষ নয়, এবারের আইএসএলের বেশকিছু দাপুটে ফুটবলারদের দিকেও নজর রয়েছে এবারের সুপার কাপ জয়ীদের। একটা সময় বিনীত রাইকে দলে নেওয়ার ক্ষেত্রে ময়দানের এই প্রধান অনেকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে পাঞ্জাব এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসির মত ক্লাব এগিয়ে আসে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে। বর্তমানে তার পাঞ্জাব যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এসবের মাঝেই মুম্বাই সিটি এফসির আরো এক ফুটবলারকে দলে টানতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।
তিনি লালেংমাওইয়া রালতে। ভারতীয় ফুটবল মহলে আপুইয়া নামেই অধিক পরিচিত। মাঝমাঠের এই ফুটবলারকে দলে নিয়েই এএফসির টুর্নামেন্টের পাশাপাশি নতুন মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে মশাল ব্রিগেডের। তবে আগামী ২০২৬ সাল পর্যন্ত মুম্বাই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ এই তারকা। সেজন্য, ভারতি ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নেওয়ার পরিকল্পনা থাকলেও আদৌ তিনি এই প্রধানে আসতে চাইবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়।