এ যেন বহু প্রতীক্ষিত এক বিয়ে। অবশেষে এক হলো চার হাত। আদৃত এবং কৌশাম্বীর বিয়ে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই বিয়েই ধুমধামের সঙ্গে সম্পন্ন হলো গত বৃহস্পতিবার অর্থাৎ ৯ মে। জনপ্রিয় সিরিয়ালের দুই পরিচিত মুখের বিয়েতে হাজির ছিল টলিউডের অনেক কলাকুশলীরা। বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও।
একসময় খবর রটেছিল যে মিঠাই সিরিয়ালের এইদুজন প্রেম করছেন, সেই খবরের অবশেষে সিলমোহর পড়ল। মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু অর্থাৎ মিঠাই।
শোনা যায়, দীর্ঘ দিন ‘মিঠাই’-এর নায়ক-নায়িকার কথাবার্তা বন্ধ। এমনকি চলতি বছর পয়লা বৈশাখে আদৃত রায়, কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, বিশ্বাবসু বিশ্বাস, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, ফাহিম মির্জাদের উদযাপন করতে দেখা গিয়েছিল। তবে সে সব কথা পিছনে ফেলে আপাতত সুখে সংসার করতে চাই এই নবদম্পতি।