এয়ারপোর্ট যাবেন বলে বেরোচ্ছেন? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) ফ্লাইট রয়েছে আপনার? তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। আজ, শুক্রবার সকাল সকাল এল সুখবর। অবশেষে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জটিলতা কাটতে চলেছে। আগামী দু’দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমান সংস্থা। শুক্রবার থেকে সংস্থার কর্মীরা ধীরে ধীরে কাজে যোগ দিচ্ছেন।
আচমকা সংস্থার কর্মীরা ছুটি নেওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থায় অব্যবস্থার অভিযোগ তুলে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মীরা। রাতারাতি ‘সিক লিভ’-এর আবেদন জানিয়ে ছুটি নিয়ে নেন বহু কেবিন ক্রু। এর ফলে ১৭০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তড়িঘড়ি কড়া পদক্ষেপ করে সংস্থা। ২৫ জন কেবিন ক্রুকে ছাঁটাই করা হয়।
টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দৈনিক ৩৮০টি উড়ান চালায়। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ধর্মঘট ছেড়ে কর্মীরা কাজে যোগ দিচ্ছেন। মেডিক্যাল সার্টিফিকেট পেতেও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সিক লিভের পর কাজে যোগ দিতে এই মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক।
তিনি আরও বলেন, বেশিরভার আন্তর্জাতিক ফ্লাইট সন্ধ্যার পর যাত্রা শুরু করে। শুক্রবার থেকে সেগুলি ঠিকঠাক সময়ে ছাড়বে বলে আশা করা যাচ্ছে। ক্রুরা কাজে যোগ দেওয়ায় সমস্যা অনেকটাই কেটে গিয়েছে। কয়েক দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আশা করছি, তারপর থেকে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন।
প্রতিদিন গড়ে ১২০টি আন্তর্জাতিক উড়ান এবং ২৬০টি ডোমিস্টিক উড়ান চালায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। কেবিন ক্রু কম থাকায় বৃহস্পতিবার সংস্থাটি ৮৫টি উড়ান বাতিল করে। বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের পরে বিমান সংস্থাটি জানায়, দ্রুত তারা সময়সূচি মেনে ফ্লাইট চালাবে। কয়েক ধরে উড়ান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নেয় সংস্থা।