কলকাতা নাইট রাইডার্স (KKR Next Match) ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। আইপিএলে পয়েন্ট টেবিলে কেকেআর প্রথম স্থানে এবং এমআই রয়েছে অষ্টম স্থানে। মুম্বই এবারের আইপিএল থেকে কার্যত বিদায় নিয়েছে ইতিমধ্যে। কেকেআর এই ম্যাচ জিতে নিশ্চিত করতে চাইবে প্লে অফের টিকিট।
আইপিএল ২০২৪ (IPL 2024)-এ দুই দলই একবার করে মুখোমুখি হয়েছে। কেকেআর সেই ম্যাচ জিতেছিল ২৪ রানে। প্রথমে ব্যাট করে ১৬৯ রান করেছিল কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দল। ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটসম্যানদের পক্ষে সহায়ক হয়। তবে বোলারদের জন্যও উইকেটে থাকে রসদ। কিন্তু যদি আবহাওয়া অনুকূল না হয় তাহলে বদলাতে পারে ম্যাচের গতি প্রকৃতি। কেকেআর বনাম মুম্বইয়ের আসন্ন ম্যাচে কি বাধ সাধবে বৃষ্টি?
Colin Munro: অবসর নিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার
কয়েক সপ্তাহ প্রচণ্ড গরমের পর গত কয়েকদিন ধরেই ভাল বৃষ্টি হচ্ছে কলকাতায়। শনিবারেও বৃষ্টি হবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে মানুষের মনে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে বাতিল হয়েছে কেকেআরের অনুশীলন। একই সঙ্গে আজও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা।
Special Bulletin Dt. 09.05.2024 pic.twitter.com/lgh2CZKeSb
— IMD Kolkata (@ImdKolkata) May 9, 2024
Colin Munro: অবসর নিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার
১১ মে, শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইডেন গার্ডেন্সের আধুনিক ড্রেনেজ ব্যবস্থার রয়েছে। ফলত পুরো ম্যাচ হওয়ার ব্যাপারে আশা করা যেতে পারে।