স্যাম পিত্রোদার পর এবার ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন এক কংগ্রেস নেতা। এবার তিনি যা মন্তব্য করেছেন তা শুনে সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছেন একপ্রকার। লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বললেন, ‘ভারতের উচিৎ পাকিস্তানকে সম্মান করা উচিৎ। ভুলে গেলে চলবে না পাকিস্তানের কাছেও পরমাণু বোমা আছে। যদি কেউ উস্কানি দেয় তবে তারা আমাদের উপর এটি ব্যবহার করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা বোঝা জরুরি যে, সন্ত্রাস নির্মূলে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে পাকিস্তান ভাববে, ভারত ঔদ্ধত্যের সঙ্গে আমাদের বিশ্বের বুকে ছোট করে দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের যে কোনও পাগল এই বোমা ভারতে ব্যবহার করতে পারে।’ প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় বসতে হবে, অন্যথায় দেশকে চড়া মূল্য দিতে হবে।’
আইয়ার বলেন, ‘পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, আমাদের সরকার বিরক্ত হলে তারা ভারতের ওপর হামলা চালাতে পারে। আমরা আমাদের সামরিক শক্তি প্রদর্শন করছি। আর তাতেই বাড়ছে উত্তেজনা। তাদের কাছে পরমাণু বোমা আছে। যদি কোনও ‘পাগল’ ভারতে বোমা ছোড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে কী হবে? আমাদের কাছেও আছে, কিন্তু যদি কোনো ‘পাগল’ লাহোরে বোমা ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে এর রেডিয়েশন অমৃতসর অবধি পৌঁছাতে ৮ সেকেন্ডও লাগবে না।’
এদিকে এই ঘটনা নিয়ে আসরে নামল বিজেপি। আজ শুক্রবার বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর বলেন, ‘কংগ্রেস দল পাকিস্তান ও পাকিস্তানভিত্তিক সন্ত্রাসের কাছে ক্ষমা প্রার্থনা করছে। আজ আবার কংগ্রেসের পক্ষ থেকে মণিশঙ্কর আইয়ারের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা হবে।’
#WATCH | Union Minister & BJP leader Rajeev Chandrasekhar says, “Congress party has become an apologist for Pakistan and Pakistan-based terror. Today again there will be an attempt from Congress to distance themselves from Mani Shankar Aiyar…” pic.twitter.com/o7roq2u2OH
— ANI (@ANI) May 10, 2024
Sam Pitroda: I am resigning..
Mani Shankar Aiyar : Koi baat nahi! Main hoon na!pic.twitter.com/KcH07Mqw0P
— Keh Ke Peheno (@coolfunnytshirt) May 10, 2024