দীর্ঘ বারো বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় তেমন উন্নতি চোখে পড়েনি। সুপার কাপ জেতা যেমন দলের জন্য ইতিবাচক বিষয়, তেমনই আইএসএল-এ ভালো পারফরম্যান্স না করার ব্যাপারে ভাবতে হচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্টকে। বৃহস্পতিবারের বৈঠকের পর নতুন মরসুমের দল গঠনের ব্যাপারে বেশ কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। উঠে এসেছে ইস্টবেঙ্গলের মাঝ মাঠ।
২০২৩-২৪ মরসুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠ অনেকটা ব্যক্তি নির্ভর হয়ে পড়েছিল। সাউল ক্রেসপো ও সৌভিক চক্রবর্তী, এই দুই ফুটবলারের ওপর অনেকটা নির্ভর করেছিল ইস্টবেঙ্গল এফসির মাঝমাঠ। এই দু’জনের মধ্যে কোনো একজন মাঠে উপস্থিত না থাকলে চাপ বাড়ত অন্যজনের ওপর। প্রভাব পড়েছে দলের খেলায়। নতুন মরসুমে ইমামি-ইস্টবেঙ্গল কর্তারা এ ব্যাপারে নিশ্চই ভেবে দেখেছেন।
Transfer Rumours: বাঙালি স্ট্রাইকারকে নিয়ে বাড়ছে জল্পনা
ইস্টবেঙ্গল মাঝমাঠে ভালো মানের ফুটবলার নেওয়ার চেষ্টা করছে বলে শোনা গিয়েছে। তবে বিদেশি নাকি দেশি ফুটবলারকে ক্লাব নিশ্চিত করবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে যে-ই আসুক না কেন, মাঝমাঠে ভালো খেলার দক্ষতা থাকা দরকার। সৌভিক কিংবা সাউলের অভাব পূরণ করতে পারবেন এমন ফুটবল সই করাতে পারলে ইস্টবেঙ্গল উপকৃত হতে পারে।
Mohammedan SC: আই লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া স্ট্রাইকার মহামেডানে!
সাউল কিছুটা ওপরের দিকে উঠে আক্রমণভাগে খেলতে পছন্দ করেন। তাঁর বাড়ানো বল থেকে সুবিধা পেয়েছেন আক্রমণভাগের ফুটবলাররা। প্রথম একদশে ভারসাম্য বজায় রাখতে হলে লাল হলুদ স্কোয়াডে একজন ডিডিফেন্সিভ মাইন্ডের ফুটবলার দরকার, যার নীচ থেকে বল ডিস্ট্রিবিউশন ক্ষমতা ভালো। নতুন মরসুমের জন্য ইস্টবেঙ্গল নতুন মিডফিল্ডার সই করাবে বলে আশা করা হচ্ছে।