ফের একবার তোলপাড় করা আবহাওয়া (Weather) ধেয়ে আসছে বাংলায়। গতকাল বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও কাঁপানো বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে কলকাতাবাসী থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষজন। ইতিমধ্যে এদিন সকাল থেকে বাংলার আকাশের মুখ ভার। ধীরে ধীরে মেঘেদের আনাগোনা বাড়ছে।
আজ নতুন করে জায়গায় জায়গা ঝড় উঠবে, সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় আবার কালবৈশাখীর সম্ভাবনাও তৈরি হয়েছে। আবহাওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার অনুপ্রবেশের জেরে আগামী ১২ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দোসর হবে ৩০ থেকে ৪০ আবার ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আজ ৯ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে যে জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর। এছাড়া বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিন বৃষ্টির পাশাপাশি কোথাও ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে তো আবার কোনও কোনও জায়গায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শহরের কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। যাইহোক, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অর্থাৎ আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। চলতি মরশুমে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।