Mousumi Island :চরম সঙ্কটে মৌসুমী দ্বীপের বাসিন্দারা! জেনে নিন সঙ্কটের কারণ

মৌসুমী দ্বীপের নাম এখন অনেকের কাছেই চেনা। দুদিনের জন্য ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা মৌসুমী দ্বীপ। সমাজ মাধ্যমের দৌলতে বাঙালির সপ্তাহের শেষে ছুটি কাটানোর আদর্শ জায়গা…

মৌসুমী দ্বীপের নাম এখন অনেকের কাছেই চেনা। দুদিনের জন্য ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা মৌসুমী দ্বীপ। সমাজ মাধ্যমের দৌলতে বাঙালির সপ্তাহের শেষে ছুটি কাটানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে মৌসুমী দ্বীপ। কিন্ত সেই দ্বীপের বসবাসকারী বাসিন্দাদের এখন তীব্র কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই দ্বীপের ৫২টি নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে জানা গিয়েছে। ফলে এই গরমের মধ্যে মৌসুমীর বাসিন্দারা চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। 

স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে ওই খারাপ নলকূপ ছাড়াও যে কয়েকটি নলকূপ ভাল রয়েছে সেখানেও জোয়ারের সময় ছাড়া আর অন্য কোনও সময় জল পাওয়া যাচ্ছে না। ফলে এই মরশুমে তীব্র জলসঙ্কটের মুখে মৌসুমী দ্বীপের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেছে যে, পঞ্চায়েত অফিসে অভিযোগ করেও সুরাহা হয়নি। নলকূপগুলি ঠিক করে দেবে বলেও সেগুলো ঠিক করে দেওয়া হয়নি।

   

এই সমস্যার জন্য ওই অঞ্চলের বাসিন্দাদের অন্য গ্রাম থেকে জল আনতে হচ্ছে। একজন বাসিন্দার দাবি বিগত বেশ কিছু বছর ধরেই এই সমস্যা চলে আসছে। কারুর কাছেই কোনও অভিযোগ করেও সুরাহা হয়নি। ভোটের মুখে এমন জলকষ্টের সমস্যা খুবই  বিরল। প্রসঙ্গত এই মৌসুমী দ্বীপ সুন্দরবনের একদম নিকটবর্তী। ইতিমধ্যেই পর্যটনের জন্য এই দ্বীপ বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু এই সময়ে এমন জলকষ্টের সমস্যা বাইরে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।