Abhishek Banerjee: মারকাটারি চ্যালেঞ্জ অভিষেকের, অক্ষয় তৃতীয়ার দিনই বড় কর্মযজ্ঞে তৃণমূল ‘সেনাপতি’

ডায়মন্ড হারবার লোকসভা থেকে এবার চার লাখ ভোটের ব্যবধানে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেই সে কথা ঘোষণা করে কার্যত বিরোদীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল ‘সেনাপতি’। সেই…

Abhishek Pays Emotional Tribute to Brave Soldiers on Kargil Vijay Diwas

ডায়মন্ড হারবার লোকসভা থেকে এবার চার লাখ ভোটের ব্যবধানে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেই সে কথা ঘোষণা করে কার্যত বিরোদীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল ‘সেনাপতি’। সেই কাজে আরও একধাপ এগোচ্ছেন অভিষেক। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় আলিপুরে জেলাশাসকের অফিসে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃতীয়বার মনোনয়ন জমা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিধানসভার বিধায়করা থাকবেন। ওই দিন হাজরা থেকে গোপালনগর পর্যন্ত একটি রোড শো-রও আয়োজন করা হয়েছে।

   

২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থী হয়েছিলেন অভিষেক। সে বার ৭১ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার সংসদে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটে দ্বিতীয়বার প্রার্থী হয়ে নিজের জয়ের ব্যবধান তিন গুণ বাড়িছিলেন অভিষেক।

আরও পড়ুন- Sandeshkhali Viral Video: নির্যাতিতাদের পরিচয় নিয়েই এবার প্রশ্ন সন্দেশখালির বিজেপি প্রার্থীর! আরও এক ভাইরাল ভিডিও-তে হুলস্থূল

Advertisements

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে চমক দেওয়ার ঘোষমা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে, দলের প্রার্থী ঘোষণার সময় ভাঙড়ের বিধায়কের নাম শোনা যায়নি। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে নিজেই ঢোক গিলেছেন নওশাদ।

সেসময়ই নিজের জয়ের ব্যবধানের মাত্রা এবার চার লাখ ছাড়িয়ে যাওয়ার কথা বলেছেন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’।