বুধবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের (LSG) মধ্যকার ম্যাচে সানরাইজার্সের ব্যাটসম্যানরা লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তুলেছিলেন ব্যাটে। ১০ উইকেট বাকি থাকতে মাত্র ৯.৪ ওভারে ১৬৬ রানের লক্ষ্য অতিক্রম করেন এসআরএইচ ব্যাটসম্যানরা।
প্রথম পাওয়ার প্লেতে ১০৭ রান তোলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। দুই ওপেনারই এলএসজি বোলারদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। লখনউ অধিনায়ক লোকেশ রাহুল টসের পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কি সঠিক ছিল? উঠছে প্রশ্ন। এই ম্যাচের পর তাঁর সঙ্গে লখনউ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে আলোচনা করতে দেখা গিয়েছে।
A player of such calibre KL Rahul needing to bear the wrath of the team owner on field in national media is depressing to say the least ! #pathetic
U guys are disappointed – we get it ! Talk it out in a team meeting behind closed doors fgs !
— Mahi (@mahiban4u) May 8, 2024
ভিডিও অনুযায়ী, সঞ্জীব গোয়েঙ্কাকে খুব হতাশ দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে তিনি খুব একটা খুশি নন। এদিকে কেএলও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলএসজি মালিকের উত্তেজনা তাতে প্রশমিত হয়নি। এরপরই চলতে থাকে দু’জনের মধ্যে কথাবার্তা।
ম্যাচ সেন্টার লাইভ চলাকালীন উপস্থাপকদেরও বলতে শোনা যায়, মাঠে এ ধরনের আলোচনা হওয়া উচিৎ নয়। যদি সমস্যা থাকে তবে সেগুলি বন্ধ ঘরে আলোচনা করা দরকার। কারণ মাঠে অনেকগুলি ক্যামেরা রেকর্ড করছে।