নতুন মরসুমে নতুন রূপে মাঠে ফিরতে পারে একাধিক দল। বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) আগামী সিজনে আরো বেশি বাজেটের দল গঠন করবে বলে আশা করা হচ্ছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও জানানো হয়েছিল, ভালো বাজেটের দল গঠন করার ব্যাপারেই দেওয়া হবে জোর। তবে সব দিকের বাজেট বাড়বে না বলে মনে করা হচ্ছে।
এবারের তুলনায় আসন্ন মরসুমে দল গঠনের বাজেট কমাতে পারে ওডিশা এফসি। সদয় শেষ হওয়া আইএসএল মরসুমে ভালো বাজেটের দল তৈরি করেছিল ওডিশা এফসি। মোটা অংকের অর্থের বিনিময়ে সের্জিও লোবেরাকে দলে এনেছিল। লোবেরার সঙ্গে তাঁর পছন্দের বিদেশী ফুটবলারদের সই করিয়েছিল দল।
মরসুম জুড়ে ভালো ফুটবল খেলার চেষ্টা করলেও ট্রফি আসেনি ঘরে. হাতছাড়া হয়েছে লিগ শিল্ড, আসেনি ইন্ডিয়ান সুপার লিগ কাপ। এশিয়ান প্রতিযোগিতায় গ্রূপ পর্বের বাধা অতিক্রম করলেও লজ্জাজনক ফলাফল নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন রয় কৃষ্ণারা। আগামী মরসুমে লোবেরা আর হয়তো ওডিশা এফসির দায়িত্বে থাকছেন না।
তাঁর পছন্দ করে নিয়ে আসা বিদেশিরাও স্কোয়াডে থাকবেন কি না বলা মুশকিল। সর্বোপরি ভালো বাজেটের দল গঠন করার পরেও আসেনি সাফল্য। সামনের মরসুমে অর্থ ব্যয় তুলনামূলক কম করতে পারে ক্লাব।