চাকরির টোপ দিয়ে রাশিয়ার সেনায় যোগ করানোর অভিযোগ, CBI-এর হাতে গ্রেফতার বহু

লোকসভা ভোটের মুখে বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI)। জানা গিয়েছে, রাশিয়ার চাকরির টোপ দেখিয়ে বহু ভারতীয় যুবককে সে দেশের সেনায় অন্তর্ভুক্ত করার অভিযোগে ৪ জনকে…

primary-tet-cbi-recovers-bag-of-documents-from-salt-lakes-bikash-bhavan-west-bengal-education-department

লোকসভা ভোটের মুখে বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI)। জানা গিয়েছে, রাশিয়ার চাকরির টোপ দেখিয়ে বহু ভারতীয় যুবককে সে দেশের সেনায় অন্তর্ভুক্ত করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই মর্মে সিবিআই একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ভারতীয়দের নিয়ে যাওয়া মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত দিল্লি থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে সিবিআই। যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত এরা। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, মিথ্যা কথা বলে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে রাশিয়ায় পাঠানো হয়েছিল। এরপর তাঁদের যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করা হয়। এর আগে গত ২৪ এপ্রিল দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল সিবিআই।

   

নিজিল জবি বেনসম কন্যাকুমারীর বাসিন্দা এবং অ্যান্থনি মাইকেল এলাঙ্গোভান মুম্বইয়ের বাসিন্দা। সিবিআইয়ের মতে, বেনসম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকে চুক্তির ভিত্তিতে অনুবাদক হিসাবে কাজ করেছিল এবং বিশ্বাস করা হয় যে সেখান থেকে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের সুবিধার্থে পরিচালিত নেটওয়ার্কের অন্যতম প্রধান সদস্য ছিল। সিবিআই এক বিবৃতিতে বলেছে, “এই পাচারকারীরা একটি সংগঠিত নেটওয়ার্ক হিসাবে কাজ করে এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং তাদের স্থানীয় পরিচিতি এবং এজেন্টদের মাধ্যমে রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির জন্য ভারতীয় নাগরিকদের প্রলুব্ধ করতো।” ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পরে গিয়েছে দেশে।