Lok Sabha Election: ৬ ঘণ্টাতেই বাংলায় পড়ে গেল প্রায় ৫০ শতাংশ ভোট

তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজেছে বাংলা। আর তাতেই চড়চড়িয়ে বাড়ল ভোটের (Lok Sabha Election) হার (Vote Percentage)। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১টার মধ্যেই…

By-elections will be held in 4 assembly constituencies of West Bengal on July 10, মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা বিধানসভা উপনির্বাচন ১০ জুলাই

তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজেছে বাংলা। আর তাতেই চড়চড়িয়ে বাড়ল ভোটের (Lok Sabha Election) হার (Vote Percentage)। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১টার মধ্যেই প্রায় ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছে বাংলার চার লোকসভা কেন্দ্রে – মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ। ভগবানগোলা উপনির্বাচনেও প্রথম ৬ ঘণ্টায় ৪৬ শতাংশের বেশি ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে ভোটদানের হার গড়ে ৪৯.২৭ শতাংশ। প্রথম ৬ ঘণ্টায় মালদহ উত্তরে ভোট পড়েছে ৪৭.৮৯ শতাংশ, মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৪৮.৬৫ শতাংশ, জঙ্গিপুরে ভোট পড়েছে ৪৯.৯১ শতাংশ এব‌ং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৫৮ শতাংশ। ভগবানগোলা উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৪৬.৪০ শতাংশ ভোট পড়েছে।

   

বেলা ১টা পর্যন্ত ভোটদানের নিরিখে গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (৪৯.২৭ শতাংশ)। দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া – ৪৯.০৪ শতাংশ। ছত্তিশগড়েও ৪৬.১৪ শতাংশ ভোটার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে – ৩১.৫৫ শতাংশ। কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দুপুর ১টা পর্যন্ত ৩৯.৯৪ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ১টা পর্যন্ত লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে অংশগ্রহণকারী অন্যান্য রাজ্যগুলির ভোটের শতাংশ হল- অসম – ৪৫.৮৮ শতাংশ, বিহার – ৩৬.৬৯ শতাংশ, গুজরাত – ৩৭.৮৩ শতাংশ, কর্নাটক – ৪১.৫৯ শতাংশ, মধ্যপ্রদেশ – ৪৪.৬৭ শতাংশ এবং উত্তর প্রদেশ – ৩৮.১২ শতাংশ। ২০১৯ লোকসভা নির্বাচনে দেশে সামগ্রিক ভোটের ছিল ৬৭ শতাংশের বেশি।

আজ মঙ্গলবার, ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই দফায় ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই ৯৩টি আসনে ১৩০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বাংলার চার আসনেও (মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ) ভোট হচ্ছে।