Amit Shah: আজ ভাগ্য পরীক্ষা অমিত শাহের, আচমকা ভোটারদের দিলেন বিশেষ বার্তা

গুজরাট: মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার মাঝেই শুরু হয়েছে তৃতীয় দফার লোকসভা ভোট। সকাল থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে বাংলা…

Inter-State Council's Standing Committee Reconstituted with Amit Shah as Chairman"

গুজরাট: মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার মাঝেই শুরু হয়েছে তৃতীয় দফার লোকসভা ভোট। সকাল থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ গণতন্ত্রের মহাযজ্ঞে সামিল হয়েছেন। আজ বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা। যার মধ্যে অন্যতম হলেন অমিত শাহ (Amit Shah)।

গুজরাটের ২৫টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসনেও ভোট হচ্ছে। গুজরাটের গান্ধীনগর থেকে দ্বিতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বিরুদ্ধে সোনাল রামনভাই প্যাটেলের প্রতি আস্থা প্রকাশ করেছে কংগ্রেস। অন্যদিকে এই আসনে বহুজন সমাজ পার্টি মহম্মদ দানিশ দেশাইকে টিকিট দিয়েছে। অমিত শাহ ছাড়াও আরও তিন কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য পরীক্ষা হবে।

   

গুজরাটের ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৫টিতে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কংগ্রেসের নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হওয়ায় এবং অন্যান্য প্রার্থীরা প্রত্যাহার করে নেওয়ায় বিজেপির মুকেশ দালাল ইতিমধ্যেই সুরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে ভোট নিয়ে বড় বার্তা দিলেন অমিত শাহ। তিনি বলেন, ‘আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। আমি সারা দেশের ভোটদাতাদের কাছে এবং গুজরাটের ভোটদাতাদের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি যে আসুন, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ দেশ প্রদান করে এমন একটি স্থিতিশীল সরকার নির্বাচিত করুন। এমন সরকারকে নির্বাচিত করুন, যারা দুর্নীতির বিরুদ্ধে, দারিদ্র্য দূরীকরণ করতে চায়, আত্মনির্ভর ভারত গড়তে চায়, উন্নত ভারত গড়তে চায়, গোটা বিশ্বের প্রতিটি ক্ষেত্রে ভারতকে এক নম্বর করে নিতে চায়।’