মঙ্গলবার লোকসভা ভোটের (Loksabha election 2024) তৃতীয় দফার নির্বাচন শুরু হলো সারা দেশ জুড়ে। আর নির্বাচন শুরু হতেই বাংলার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন আগেভাগেই সচেতন ছিল মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে। এবার ভোট শুরু হতেই সেই কেন্দ্র থেকে একের পর অশান্তির খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এইদিন সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলে পাথরঘাটা গ্রামে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল।
মেকাইল হোসেন ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি। জানা গিয়েছে যে এলাকায় তাঁর বেশ দাপট রয়েছে। এইদিন ভোর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোম ছুঁড়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই কংগ্রেস নেতা সমস্ত অভিযোগ করেছেন তৃণমূল নেতার দিকে। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আজ ভোর রাতে তাঁর বাড়ির উঠোন লক্ষ্য করে কেউ বোমা মেরে চলে যায়। বিকট শব্দে কেঁপে উঠে এলাকা।
যদিও এই ঘটনাকে পুলিশকে জানানো হয়েছে। আবার অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠছে। সোমবার রাতে বুথ থেকে ৫০ মিটার দূরে বোমাবাজি করে তৃণমূল বলে অভিযোগ।