দলীয় প্রার্থী (Lok Sabha Election) পছন্দ না হওয়ার প্রায় সমস্ত দলেই ছোটখাটো অশান্তি হয়। বিজেপি, তৃণমূল, কংগ্রেস থেকে সিপিএম, কোনও দলই এর ঊর্ধ্বে নয়। অনেক নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়ান। আবার অনেকে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দল থেকে ইস্তফা দেন। কিন্তু তা বলে একটা গোটা জেলা কমিটি ইস্তফা দিয়ে দেবে? দলের চাপিয়ে দেওয়া প্রার্থী পছন্দ না হওয়ায় ইস্তফা দিল জম্মু-কাশ্মীরের অন্যতম প্রধান দল ন্যাশনাল কনফারেন্সের কার্গিল জেলা কমিটি।
চিঠি লিখে দলের হাইকমান্ডকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ন্যাশানাল কনফারেন্সের কার্গিল জেলা কমিটি। লোকসভা ভোটের আগে এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে ন্যাশনাল কনফারেন্স (এনসি) হাইকমান্ড। ন্যাশনাল কনফারেন্স হাইকমান্ড কার্গিলের দলীয় কর্মীদের লাদাখ আসনে ইন্ডি জোট মনোনীত কংগ্রেস প্রার্থী সেরিং নামগিয়ালকে সমর্থন করার নির্দেশ দিয়েছিল। দলের উচ্চ নেতৃত্বের এই সিদ্ধান্তে একেবারেই রাজি ছিল না কার্গিল জেলা কমিটি, তাই এই গণইস্তফা।
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর কার্গিল ইউনিটের প্রাথমিক সদস্যপদ থেকে সমস্ত দলীয় কর্মীর গণ পদত্যাগ সম্পর্কে অতিরিক্ত সাধারণ সম্পাদক, কামার আলি আখুন বলেন, লাদাখ থেকে কংগ্রেসের ঘোষিত প্রার্থীকে সমর্থন করার জন্য হাইকমান্ড আমাদের চাপ দিয়েছিল। এটা জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্গিল ইউনিট এবং ন্যাশনাল কনফারেন্সের কার্গিল জেলা কমিটির কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই কারণেই সবাই ইস্তফা দিয়েছে।
#WATCH | Kargil: On mass-resignation of all party functionaries from the primary membership of J&K National Conference (NC), NC Kargil Unit, Additional General Secretary, Qamar Ali Akhoon says, "We were pressurised by the high command to support the official candidate of INC… pic.twitter.com/whHwI0K9Es
— ANI (@ANI) May 6, 2024
লাদাখ আসনে ভোট আগামী ২০ মে। এই কেন্দ্রের অন্যতম প্রধান রাজনৈতিক দলগুলি হল – ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ন্যাশনাল কনফারেন্স, বহুজন সমাজ পার্টি। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।