শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ভারতের অন্যতম শক্তিশালী দুই দল- মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ কাপ জিতেছে মুম্বই। মায়ানগরীর এই দলে এমন একাধিক ফুটবলার রয়েছেন যারা আইএসএল সেরা হলেন একাধিকবার।
তিরি একাধিকবার ইন্ডিয়ান সুপার লিগ জিতেছেন। তাঁর মতো মুম্বই সিটি এফসি দলের আরো একজন রয়েছেন, যিনি ভারত সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন একের বেশিবার। তিনি জয়েস রানে।
ক্লাব ফুটবলে জয়েস রানে প্রায় সব মেজর ট্রফি জিতেছেন ইতিমধ্যে। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার শনিবারের ফাইনালেও খেলেছিলেন। মুম্বই সিটি এফসির প্রথম একাদশে ছিলেন তিনি। মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল জেতার আগেই দু’বার ইন্ডিয়ান সুপার লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন।
২০১৫ সালে চেন্নাইয়িন এফসির হয়ে আইএসএল ট্রফি জিতেছিলেন জয়েস রানে। ২০১৯-২০ মরসুমে এটিকে-র হয়ে জয় করেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। এরপর ফের আইএসএল সেরা হলেন গতকাল সন্ধ্যায়। কেরিয়ারের শুরুর দিকে জিতেছিলেন আই লিগ, আইজলের হয়ে ২০১৬-১৭ মরসুমে। এছাড়াও বেঙ্গালুরু এফসির হয়ে ২০২২ সালে তিনি জিতেছেন ডুরান্ড কাপ।