লোকসভা ভোটের বাজারে লোকসভা ভোটের প্রার্থীরা কতটা ধোয়া তুলসী পাতা সেটা ‘ক্রাইম মিটার’ দেখলেই বোঝা যায়। ভোটের আগে প্রার্থীরা মঞ্চে যতই ভাষণ দিক না কেন তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক করলে সহজেই বুঝতে পারবেন তাঁর এ যাবৎ কালে কতগুলো ক্রিমিনাল কেস আছে! একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এবং এডিআর আর রিপোর্ট অনুসারে ভোটের বাজারে সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য। ভোটের ময়দানে ক্রাইম মিটারে সবচেয়ে এগিয়ে কোন দল? কোন দলেরই বা প্রার্থীর বিরুদ্ধে কত কেস আছে ? কাদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধ ? তথ্য দেখলে চমকে উঠতে হবে আপনাকেও।
সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, কংগ্রেসের বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে সবচেয়ে বেশী ক্রিমিনাল কেস দায়ের আছে। তারপরেই নাম রয়েছে ভারতীয় জনতা পার্টির। তার পিছনে রয়েছে মায়াবতীর সমাজবাদী পার্টির। শিবসেনার উদ্ভব ঠাকরের দলের নামও রয়েছে। নাম রয়েছে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদ যাদবের দলেরও। এই তালিকায় শামিল রয়েছে এনসিপিও। সবশেষে রয়েছে তৃণমূল কংগ্রেসের নাম।
আগামী ৭ই লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। সেই নির্বাচনের নিরিখে সাড়া দেশের লোকসভা ভোটের প্রার্থীদের একটি তালিকা করলে দেখা যাচ্ছে, ২৪ জন এমন প্রার্থী আছে যাদের বিরুদ্ধে হত্যা করার চেষ্টা করার অভিযোগ আছে। ৭ জন এমন প্রার্থী আছে যারা জেল খেটেছেন। ১৭ জনের বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ আছে। ৩৮ জনের বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ আছে। ২জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। ৫জনের বিরুদ্ধে খুনের অভিযোগও আছে।