নিয়োগ হতে চলেছে রেলের গ্রুপ ডি পদে, রইল আবেদন পদ্ধতি

ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো। নর্দার্ন রিজিয়নে স্পোর্টস কোটায় প্রার্থীদের জন্য গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস করলেই মিলবে…

train

short-samachar

ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো। নর্দার্ন রিজিয়নে স্পোর্টস কোটায় প্রার্থীদের জন্য গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস করলেই মিলবে এই চাকরি। ১৬/০৫/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

   

পদের নাম
Football-Men, Weight lifting-Men, Athletics-Women, Athletics-Men, Boxing- Men, Boxing -Women, (Swimming-Men) Aquatics, Table Tennis-Men, Hockey-Men, Hockey-Women, Badminton-Men, Kabaddi-Women, Kabaddi -Men, Wrestling- Men, Wrestling -Women, Chess-Men এই সকল গ্রুপ ডি নিয়োগ হবে।

শূন্যপদের সংখ্যা
মোট ৩৮ টি শুন্য পদ রয়েছে।

যোগ্যতা
এই চাকরির জন্য আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীদের স্পোর্টস বা খেলাধুলায় যোগ্যতা থাকতে হবে। Basket Ball (Men), Hockey (Men), Hockey (Women) এবং Wrestling Men (Free Style) থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেগুলিতে পদক বাধ্যতামূলক প্রার্থীদের। সেই সঙ্গে মাধ্যমিক পাস এবং কম্পিউটারেও দক্ষ হতে হবে।

বয়সসীমা
০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন স্পোর্টস কোটায়।

মাসিক বেতন
এখানে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে Level 1- GP 1800 হিসেবে।

নিয়োগ পদ্ধতি
মূলত ফিজিক্যাল ফিটনেস এবং যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি
এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। www.rrcnr.org এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি নিজের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে পূরণ করে নিন। পাশাপাশি যে সকল নথিপত্র সেখানে চাওয়া হয়েছে তার ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তারপরেই ফর্মটি সাবমিট করুন।

আবেদন মূল্য
জেনারেল ক্যাটাগরির যারা প্রার্থী তাদের জন্য আবেদন মূল্য থাকছে ৫০০ টাকা। SC/ST/EWS/WOMEN/PWD দের ক্ষেত্রে থাকছে ২৫০ টাকা।

তাই যোগ্য প্রার্থীদের শীঘ্রই আবেদন করার অনুরোধ রইল।