ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। ওডিশা এফসির বিরুদ্ধে সেমিফাইনালে লাল কার্ড দেখার পর মাথা গরম করে ফেলেছিলেন। তারপর নিয়ম ভাঙার জন্য শাস্তি। ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে মাঠে নামতে না পারলেও দলের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
শনিবার সন্ধ্যায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ফাইনাল ম্যাচ। ইচ্ছা থাকলেও হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামতে পারবেন না আর্মান্দো সাদিকু। মাঠের বাইরে থেকেই ফুটবলারদের মনোবল বাড়াতে হবে তাঁকে। নিজে খেলতে না পারলেও ইন্ডিয়ান সুপার লিগ কাপ জেতার মতো যথেষ্ট ক্ষমতা দলের রয়েছে বলে মনে করেন আলবেনিয়ান তারকা।
নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালের দ্বিতীয় লেগেও খেলতে পারেননি আলবেনিয়ান ফরোয়ার্ড। ফাইনালেও তাঁকে পাওয়া যাবে না। নিজে থাকতে না পারলেও সাদিকু তাঁর দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। ম্যাচের আগে তিনি জানিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টের এখন একটাই টার্গেট মুম্বই সিটি এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেতাব ধরে তোলা।
“আমরা খুব খুশি। আমাদের শক্তিশালী দল রয়েছে। আমরা তা দেখিয়েছি; আমরা ওড়িশা এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম। ফাইনালে আমরা আরও শক্তি নিয়ে নামব এবং জিতব”, বলেছেন আর্মান্দো সাদিকু।