East Bengal: গোয়ার এই দেশীয় ডিফেন্ডারের দিকে নজর মশালবাহিনীর

বহু আগে থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রথমেই তারা প্রি-কনট্রাক্ট করিয়ে নেয় পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ…

saviour gama

বহু আগে থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রথমেই তারা প্রি-কনট্রাক্ট করিয়ে নেয় পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ তালালকে। পরবর্তীতে চূড়ান্ত হয়ে যান তিনি। অর্থাৎ নতুন মরশুমে তাকে লাল-হলুদ জার্সিতে দেখা কার যত সময়ের অপেক্ষা।

Advertisements

এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে ক্লেটন সিলভা এবং হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়ে ফেলেছে এবারের সুপার কাপ জয়ীরা। অর্থাৎ নতুন মরশুমেও থাকতে চলেছেন এই দুজন। সেইসাথে চুক্তি বাড়তে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর সঙ্গে। এছাড়াও ভারতীয় ফুটবলারদের মধ্যে ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে প্রভাত লাকরার মত ফুটবলারদেরও প্রায় চূড়ান্ত।

   

এসবের মাঝেই এবার তাদের নজর পড়েছে মুম্বাই সিটি এফসি দিকে। তাদের দলের ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রাইয়ের দিকে এবার নজর রয়েছে ইমামি ম্যানেজমেন্টের। বলাবাহুল্য, গত ফুটবল মরশুমে ও তাকে টার্গেট করেছিল কলকাতা ময়দানের এই প্রধান।‌ তবে সেই সময় দল ছাড়তে রাজি হননি এই তারকা।

Advertisements

এবার আগামী মরশুমের কথা মাথায় রেখে আবারো এই ফুটবলারকে প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল। তবে শুধু এই ফুটবল ক্লাব নয়।‌ তাকে পেতে আসরে নেমেছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্স। শেষ পর্যন্ত কোথায় তিনি যান সেটাই দেখার বিষয়। এসবের মাঝেই ফের মানালো মার্কেজের এফসি গোয়ার দিকে নজর পড়েছে কার্লোস কুয়াদ্রাতের ফুটবল ক্লাবের।

এক্ষেত্রে বছর ছাব্বিশের লেফটব্যাক সেভিয়ার গামাকে দলে নিতে আগ্রহী লাল-হলুদ ব্রিগেড। আসলে এবারের এই আইএসএল সিজনে সেভাবে সুযোগ পাননি এই ফুটবলার। বিশেষ করে জয় গুপ্তার অধিক সক্রিয়তার ফলে ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে রিজার্ভ বেঞ্চেই কেঁটে গিয়েছে অধিকাংশ সময়। তাই এবার নতুন মরশুমে দল ছাড়তে চাইছেন এই ফুটবলার। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে বর্তমানে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।